Home » Midnapore : মেদিনীপুর আদালত চত্বরেই বিচারকের নকল স্ট্যাম্প ও স্ট্যাম্প পেপারের কারবার

Midnapore : মেদিনীপুর আদালত চত্বরেই বিচারকের নকল স্ট্যাম্প ও স্ট্যাম্প পেপারের কারবার

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক ,বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : খোদ মেদিনীপুর জেলা আদালত চত্বরে কম্পিউটার সেন্টার খুলে জেরক্স ও ডিটিপির পাশাপাশি চলছিল বিচারকের নকল স্ট্যাম্প ও স্ট্যাম্প পেপারের কারবার। তদন্তে নেমে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ওই যুবকের নাম বাপি পন্ডা। অনেকদিন ধরেই সে জেরক্স ও ডিটিপির কাজ করছিল। এবার আদালতের বিভিন্ন নির্দেশের ও বিভিন্ন কাগজপত্রে বিচারকের নকল স্টাম্প ব্যবহার করার অভিযোগ উঠল তার বিরুদ্ধে।

Midnapore
নিজস্ব চিত্র

এমনকি নকল স্ট্যাম্প পেপারও বিক্রি করে। জানা গিয়েছে, সেই সমস্ত নকল কাগজপত্র হাতঘুরে বিচারকদের কাছে পৌঁছে ছিল। সেগুলি দেখে বুঝতে পেরে জেলা পুলিশ সুপারের কাছে তদন্তের কথা জানিয়েছিলেন বিচারকগণ। এরপরই জেলা পুলিশের একটি দল তদন্তের পর মেদিনীপুর আদালত চত্বরে থাকা ওই কম্পিউটার সেন্টারটিতে অভিযান চালায়। অতর্কিত অভিযানে তার কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে নকল সামগ্রী। উদ্ধার হয়েছে বিচারকের নকল স্ট্যাম্প, নকল স্ট্যাম্প পেপার।

পুলিশ সবগুলি খতিয়ে দেখে কম্পিউটার সহ দোকানের যাবতীয় সামগ্রী বাজেয়াপ্ত করেছে। মেদিনীপুর আদালতের এক আইনজীবী অপূর্ব চক্রবর্তী বলেন, “আদালত চত্বরে থাকা বাপি কম্পিউটার সেন্টারে জেরক্স ও কম্পিউটার টাইপিং সাধারণত হয়ে থাকতো। কিন্তু এর মাঝেই সে বিচারকের স্টাম্প, নকল স্ট্যাম্প পেপার বিক্রি শুরু করে দিয়েছিল। বিচারক বুঝতে পেরে পুলিশকে জানিয়েছিলেন। পুলিশ অভিযান চালিয়ে সব উদ্ধার করে তাকে গ্রেফতার করেছে।”

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Midnapore

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.