Gurguripal Police Station
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: যিনি গরু খোয়াড়ে দেন, তাঁকে গরু পিছু ১০ টাকা আর মহিষ পিছু ১৫ টাকা খোয়াড় মালিক দেন। ৬ টি গরু ও ৮ টি মহিষ মিলিয়ে হয় ১৮০ টাকা। এই ১৮০ টাকা পাওনা গুড়গুড়িপাল থানার। সোমবার একটি পিকআপ ভ্যান গরু ও মহিষ বোঝাই করে ঝাড়গ্রাম থেকে ধেড়ুয়া হয়ে মেদিনীপুরের দিকে যাচ্ছিল। সন্দেহ হওয়ায় গাড়িটিকে আটক করে পুলিশ। ওই গাড়িতে ৬টি গরু ও ৮টি মহিষ বাঁধা ছিল। ছোট পিকআপ ভ্যানে ১৪ টি গবাদিপশু একসঙ্গে অমানবিকভাবে বাঁধা ছিল। গাড়িটিকে আটক করে প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে পাঠায় পুলিশ।
আরও পড়ুন:- ২৩ লক্ষ দিয়েও কপালে জোটেনি ভোটের টিকিট ! পূর্ব মেদিনীপুরে অভিযোগ বিজেপি নেতার
আরও পড়ুন:- খোদ মেদিনীপুর শহরে স্কুলে না গিয়ে ঘুড়ি ওড়ানোয় ব্যস্ত ছাত্ররা, শিক্ষকদের দেখে দৌড়
আরও পড়ুন:- মেদিনীপুরে ‘পাড়ায় পাড়ায় পৌরসভা’ কর্মসূচিতে গিয়ে ক্ষোভের মুখে পৌর প্রশাসক
পুলিশ সূত্রে খবর, কাগজপত্র দেখাতে পারে নি গাড়ির লোকজন। পিকআপ ভ্যানের চালককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার তাকে জেলে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সোমবার বিকেল পর্যন্ত গরু মহিষদের যত্নআত্তি চলে থানাতেই। সিভিক ভলান্টিয়ার পাঠিয়ে কিনে আনা হয় খড়, দেওয়া হয় জল। এতে বিপাকে পড়েন পুলিশ কর্মীরাও। খাতায় লিখে রাখতে হয়েছে কোন রং-এর কত গুলো গুরু আছে। গরু ও মহিষের কোনো আঘাতের চিহ্ন রয়েছে কিনা। কাগজে লেখা বাদে ভিডিও রাখতে হয়েছে। তবে পুলিশের স্বস্তি মনিদহ গ্রাম পঞ্চায়েত থেকে অনুমোদিত খোয়াড় থাকায়।
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে স্কুলের ফাঁকা ক্লাসরুমে ধূমপান ছাত্র-ছাত্রীদের, ছবি ভাইরাল নেট দুনিয়ায়
আরও পড়ুন:- ঝাড়গ্রামের বাছুরডোবা এলাকায় লক্ষাধিক টাকার চন্দন গাছ চুরি, এলাকায় চাঞ্চল্য
এক পুলিশ কর্মী মানছেন, খোয়াড় না থাকলে বিপাকে পড়তে হতো। আপাতত ওই গরু ও মহিষগুলিকে খোয়াড়ে পাঠানো হয়েছে। কেউ খোয়াড়ে গরু, মহিষ দিলে মিলে কিছু টাকা। ৬ টি গরু আর ৮ টি মহিষ খোয়াড়ে দেওয়ায় গুড়গুড়িপাল থানার পাওনা ১৮০ টাকা। খোয়াড় মালিক জানান, গরু পিছু ১০ টাকা এবং মহিষ পিছু ১৫ টাকা করে দেওয়া হয় যিনি খোয়াড়ে দেন। আর খোয়াড় থেকে ছাড়াতে খরচ হয় দিনরাত মিলে গরু ৬০ টাকা, মহিষ ৮০ টাকা। তবে তিনি বলেন, থানা এখনও টাকা নেয়নি।
আরও পড়ুন:- শীত পড়তেই জঙ্গলমহল মেতে উঠেছে মোরগ লড়াইয়ের প্রতিযোগিতায়
আরও পড়ুন:- পুরভোটের আগে মাজারে গিয়ে চাদর চড়ালেন শিশির অধিকারী, শুরু রাজনৈতিক তরজা
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Gurguripal Police Station
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore