Home » Paschim Medinipur : মানবিক মুখ পশ্চিম মেদিনীপুরের যুবকের! ফিরিয়ে দিলেন সোনার গয়না, অর্থ সমেত যাত্রীর ব্যাগ

Paschim Medinipur : মানবিক মুখ পশ্চিম মেদিনীপুরের যুবকের! ফিরিয়ে দিলেন সোনার গয়না, অর্থ সমেত যাত্রীর ব্যাগ

by Biplabi Sabyasachi
0 comments

Paschim Medinipur : বাসের মধ্যে ব্যাগ পরিবর্তনকে ঘিরে সাতসকালে হুলুস্থুল কাণ্ড। সততার পরিচয় দিলেন পশ্চিম মেদিনীপুরের যুবক। লক্ষাধিক টাকার জিনিস সমেত ব্যাগ ফেরত দিলেন তিনি। রবিবার সাতসকালে ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের ক্ষীরপাই হালদার দিঘি এলাকায় হুলুস্থলু কান্ড। হঠাৎ গাড়ি থেকে নেমে এক মহিলা চিৎকার করে কাঁদতে থাকেন, ছুটে আসেন কর্তব্যরত পুলিশকর্মীরা।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বাসের মধ্যে ব্যাগ পরিবর্তনকে ঘিরে সাতসকালে হুলুস্থুল কাণ্ড। সততার পরিচয় দিলেন পশ্চিম মেদিনীপুরের যুবক। লক্ষাধিক টাকার জিনিস সমেত ব্যাগ ফেরত দিলেন তিনি। রবিবার সাতসকালে ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের ক্ষীরপাই হালদার দিঘি এলাকায় হুলুস্থলু কান্ড। হঠাৎ গাড়ি থেকে নেমে এক মহিলা চিৎকার করে কাঁদতে থাকেন, ছুটে আসেন কর্তব্যরত পুলিশকর্মীরা।

নিজস্ব চিত্র

আরও পড়ুন : “২০১১ এর আগে কোথায় ছিলেন বাবুসোনা?” দাসপুরের সভায় অভিষেক ব্যানার্জীকে আক্রমণ শুভেন্দু অধিকারীর

জড়ো হয়ে যায় পথ চলতি মানুষজন। জানা যায়, হাওড়া জেলার বাগনানের এক মহিলা আত্মীয়র বাড়ি গিয়েছিলেন বাঁকুড়া জেলার কোতুলপুরে। আর তিনি বাসে করে আসার সময় যাত্রীবাহী বাসের বাঙ্কারে রেখেছিলেন তার ব্যাগ।ব্যাগে ছিল সোনাদানা নগদ অর্থ সহ মিলে প্রায় লক্ষাধিক টাকা। ক্ষীরপাই হালদার দিঘিতে বাস থেকে নেমে মাথায় হাত মহিলার । তাঁর ব্যাগের পরিবর্তে রয়েছে অন্য একটি ব্যাগ। ব্যাগ না পেয়ে চিৎকার করে কাঁদতে থাকেন তিনি।

আরও পড়ুন : তৃণমূলের মিছিল থেকেই তৃণমূল পঞ্চায়েত সদস্যর বাড়িতে বোমা মারার অভিযোগে শোরগোল দাঁতনে

Human Face

নিজস্ব চিত্র

আরও পড়ুন : অমানবিক! মেদিনীপুরে রক্তাক্ত অবস্থায় বাস থেকে নেমে পড়ে রইলেন ৫ ঘন্টা, হাসপাতালে ভর্তি না নেওয়ার অভিযোগ

ঘটনা স্থলে উপস্থিত হয় ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ কর্মীরা। দ্রুত ব্যাগ খোঁজার তৎপরতা শুরু করে পুলিশ। এদিকে কিছুক্ষণের মধ্যেই দেবদূতের মতো ছুটে আসে এক যুবক। ওই যুবক সকলের সামনে তখন ব্যাগটি নিয়ে ওই মহিলাকে বলেন দেখুন তো এই ব্যাগ আপনার কিনা। মহিলা ব্যাগ চিনতে পেরে দ্রুত ব্যাগটি যুবকের হাত থেকে ছিনিয়ে নিয়ে দেখেন তার জিনিসপত্র সহ টাকা সব কিছুই রয়েছে ওই ব্যাগে।

Paschim Medinipur

নিজস্ব চিত্র

আরও পড়ুন : কুলটিকরী ইয়ং ফ্রেন্ডস কালচারাল এসোসিয়েশন এর গণেশ পূজার উদ্বোধন করলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস

আরও পড়ুন : বন দফতরের অনুমতি ছাড়া কেশপুরে কাটা হলো গাছ

ওই যুবক মহিলার কাছে থাকা অপর ব্যাগটি নিয়ে বাড়ি চলে যায়।জানাজায় চন্দ্রকোনার জাড়া এলাকার বাসিন্দা ওই যুবক শুভেন্দু রায়।ব্যাগ হারানো কল্পনা মান্না বাঁকুড়ার কোতুলপুর থেকে আসছিলেন বাসে চেপে,ক্ষীরপাই এলাকায় বাস পরিবর্তন করার সময় দেখেন তার ব্যাগ নেই,রয়েছে অন্য আরেকটি ব্যাগ।কারণ সেই বাসে চেপে আসছিলেন জাড়া গ্রামের বাসিন্দা শুভেন্দু রায়ের মা,দুইজনের পাশাপাশি একই ধরনের ব্যাগ রেখেছিলেন আর সেই সময় ব্যাগ পরিবর্তন হয়।

আরও পড়ুন : গোয়ালতোড়ে হাতির হানায় জখম এক মহিলা, ক্ষতি চাষের

আরও পড়ুন : জমিতে অবৈধ দখল উচ্ছেদ করতে গিয়ে সংঘর্ষ, মেদিনীপুর পৌরসভার কর্মীসহ জখম ১০

ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ সূত্রে খবর বাগনান এলাকার মহিলার ব্যাগে লক্ষাধিক টাকার জিনিসপত্র ছিল,জাড়া গ্রামের শুভেন্দু রায় ব্যাগ ফেরত দিয়ে সততার পরিচয় দিয়েছে। ব্যাগ ফিরে পেয়ে হাসি মুখে অপর গাড়ি ধরে বাড়ির উদ্যেশে রওনা দেয় কল্পনা।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Paschim Medinipur

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.