Elephants Herd
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : সপ্তাহ খানেক ধরে মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া, ধেড়ুয়া এলাকায় তাণ্ডব চালাচ্ছে ২৫ টি হাতির একটি পাল। সম্প্রতি হাতির ওই পালটি লালগড়ের বিভিন্ন এলাকায় পাকা ধানের ব্যাপক ক্ষতি করে। যাকে কেন্দ্র করে রেঞ্জ অফিস ঘেরাও, রাস্তা অবরোধে সামিল হয়েছিলেন এলাকাবাসী। এবার হানা দিল চাঁদড়া এলাকায়। শুক্রবার ভোরে চাঁদড়ার রেশন দোকানের শাটার ভেঙে খেলো চাল, আটা।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
ভূষিমাল দোকানেও দরজা ভেঙে গুড় খেয়ে ফেলে। বন দফতর থেকে জানা গিয়েছে, ওই পালে ২৫ টি হাতি রয়েছে। তার মধ্যে কয়েকটি হাতি দলছুট হয়ে এই তান্ডব চালিয়েছে। স্থানীয়দের অভিযোগ, বন দফতরের হুলা পার্টি বৃহস্পতিবার বিকেলে চাঁদড়ার ডুমুরকোঠা জঙ্গল থেকে হাতির পালকে নিয়ে গিয়ে চিলগোড়া দিয়ে মেদিনীপুর- ঝাড়গ্রাম সড়ক পার করে ঝুনঝুনি এলাকার জমিতে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। রাতে ওই এলাকায় পাকা ধানে ব্যাপক ক্ষতি করে।
Elephants Herd
আরও পড়ুন : পাঁশকুড়ায় থানার গোডাউনে জমা নিষিদ্ধ আতশ বাজি থেকে বিস্ফোরণে মৃত্যু এক পুলিশ কর্মীর
নিজের মর্জিতে ভোরবেলা জঙ্গলে ফিরে আসার সময় চাঁদড়া বাজারের দোকানগুলিতে হানা দেয়। বন দফতর থেকে জানা গিয়েছে, রেশন দোকানে চালের গন্ধ পেয়ে শাটার ভেঙে খেয়ে ফেলে চাল, আটা। পাশের একটি ভূষিমাল দোকানের দরজা ভেঙে টিন ভর্তি গুড় খেয়ে সাবাড় করে দেয়। পরে গ্রামবাসীদের তাড়া খেয়ে জঙ্গলে প্রবেশ করে। হাতির পালকে কংসাবতী নদী পার করে ঝাড়গ্রামের মানিকপাড়া না পাঠিয়ে ধান জমিতে ছেড়ে দিয়ে পালিয়ে আসার ঘটনায় ক্ষোভ সৃষ্টি হয়েছে এলাকায়।
আরও পড়ুন : রাস্তার উপর দাউদাউ করে জ্বলল চারচাকা! দাসপুরের রাস্তায় সাংঘাতিক কান্ড
আরও পড়ুন : নিমেষেই আগুণে পুড়ে ছাই ১০ কাঠা জমির ধান! চোখের জলই ভরসা কৃষকের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Karnagarh Temple
– Biplabi Sabyasachi Largest Bengali