Home » সরকারী প্রকল্পের সুবিধা পেতে ব্যাঙ্কিং জটিলতা কাটাতে মেদিনীপুরে বৈঠক চার মন্ত্রীর

সরকারী প্রকল্পের সুবিধা পেতে ব্যাঙ্কিং জটিলতা কাটাতে মেদিনীপুরে বৈঠক চার মন্ত্রীর

by Biplabi Sabyasachi
0 comments

bank

আরও পড়ুন ঃ এগরায় বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ

শিল্পনগরী হলদিয়ায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

পূর্ব মেদিনীপুরের পটাশপুরে শুরু এবার ‘দুয়ারে পুলিশ’ কর্মসূচি

পত্রিকা প্রতিনিধি: রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে ব্যাঙ্কগুলিতে সাধারণ মানুষজনকে হয়রানি হতে হচ্ছে বলে অভিযোগ। লক্ষী ভান্ডার(Laxmi Bhandar) সহ আরো বেশ কয়েকটি নতুন প্রকল্প চালু হচ্ছে। তার আগে জটিলতা কাটাতে ব্যাঙ্কের আধিকারিকদের নিয়ে মঙ্গলবার বৈঠকের ডাক দেওয়া হয়েছিল পশ্চিম মেদিনীপুর(Paschim Medinipur) জেলা শাসকের দফতরে। জেলা প্রশাসনের আধিকারিকরা ছাড়াও উপস্থিত হয়েছিলেন মন্ত্রী মানস রঞ্জন ভূইয়া(Manas Ranjan Bhunia), হুমায়ুন কবীর(Hymayun Kabir), প্রতিমন্ত্রীর শিউলি সাহা (Siuli Saha)ও শ্রীকান্ত মাহাতো (Srikanta Mahata)। কিন্তু বৈঠকে ব্যাংকের শাখা ম্যানেজাররা ছাড়া এলেন না কোন রিজিওনাল ম্যানেজার। তাতে ক্ষুব্ধ মন্ত্রীরা বৈঠক করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন।

ব্যাঙ্ক মার্জ হয়ে যাওয়া, ঋণ কম দেওয়া, অর্থ সরবরাহ না থাকায় সরকারি প্রকল্পগুলির পরিষেবা সুবিধা ঠিক মতো না পাওয়া, কৃষি ঋণ পর্যাপ্ত না দেওয়ার অভিযোগ। ফলে জেলা জুড়ে ভোগান্তির একটা চিত্র তৈরি হয়েছে। ব্যাঙ্কিং ব্যবস্থার পরিষেবায় বিভিন্ন ঘাটতি মেটাতে এ বৈঠকের আয়োজন হয়ে থাকে বছরের বিভিন্ন সময়ে। কিন্তু নির্বাচন সহ একাধিক জটিলতায় গত দেড় বছর ধরে পশ্চিম মেদিনীপুরে সেই বৈঠক হয়নি।

লক্ষী ভান্ডার সহ সরকারি একাধিক নতুন প্রকল্প আসছে। যেখানে ব্যাঙ্কিং ব্যবস্থা গুরুত্বপূর্ণ। তাই এই জটিলতা কাটাতে বৈঠকের ডাক দেওয়া হয়েছিল। বৈঠক করে ব্যাঙ্কের আধিকারিকদের সরলিকরণের জন্য দ্রুত উদ্যোগ নিতে বলেন। কিন্তু এই বৈঠকে সরকারি দপ্তরের চারজন মন্ত্রী উপস্থিত থাকলেও কোন ব্যাঙ্কের রিজিওনাল ম্যানেজার উপস্থিত না হওয়াতে রীতিমতো অপমানিত বোধ করেন জেলা আধিকারিক ও মন্ত্রীরা। মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া জানান, জেলা শাসকের মাধ্যমে ওই সমস্ত ব্যাঙ্কের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানাচ্ছি আমরা। আধিকারিকরা ব্যাঙ্কিং ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে দেখুক তার বিষয়টাও জানাচ্ছি। তিনি বলেন, ন্যাশনাল ব্যাঙ্কগুলির সার্ভিস খারাপের দিকে যাচ্ছে। আমরা কো-অপারেটিভ ব্যাঙ্কগুলির ম্যানেজারদের সচল হওয়ার জন্য বলেছি।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Bank

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.