Home » Sundarbans Book : সুন্দরবনের মানুষজনের জীবন সংগ্রাম নিয়ে বই লিখলেন মেদিনীপুরের বনকর্তা

Sundarbans Book : সুন্দরবনের মানুষজনের জীবন সংগ্রাম নিয়ে বই লিখলেন মেদিনীপুরের বনকর্তা

by Biplabi Sabyasachi
0 comments

Sundarbans Book : সুন্দরবন নিয়ে নিজের লেখা বই প্রকাশ করলেন বনকর্তা বিজয় চক্রবর্তী। বইয়ের নাম দিয়েছেন “অনুভবে সুন্দরবন”। রবিবার গোপগড় ইকো পার্কের এক ভবনে বইটির উদ্বোধন করেন মেদিনীপুর বনবিভাগের ডিএফও সন্দীপ বেরওয়াল। ছিলেন, এডিএফও শুভাশীষ ঘোষ, হিজলী কলেজের অধ্যক্ষ, জ্বলদর্চি পত্রিকার সম্পাদক ঋত্বিক ত্রিপাঠি সহ অনেকে।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : সুন্দরবন নিয়ে নিজের লেখা বই প্রকাশ করলেন বনকর্তা বিজয় চক্রবর্তী। বইয়ের নাম দিয়েছেন “অনুভবে সুন্দরবন”। রবিবার গোপগড় ইকো পার্কের এক ভবনে বইটির উদ্বোধন করেন মেদিনীপুর বনবিভাগের ডিএফও সন্দীপ বেরওয়াল।

নিজস্ব চিত্র

বিজয় চক্রবর্তী নিজে একজন বনকর্তা। বর্তমানে মেদিনীপুর বনবিভাগের এডিএফও। বাড়ি উত্তর চব্বিশ পরগনার বারাসাত। বন দফতরে প্রথম রেঞ্জ আধিকারিক হিসেবে কর্মে যোগদান করেন। বারো বছর কাজের মধ্যে তিন বছর ছিলেন সুন্দরবনে। সেখানকার মানুষজনের জীবন সংগ্রাম তাঁর নজরে আসে। ওখানকার নদীগুলোর জোয়ার ভাটার সাথে তাদের জীবন সংগ্রাম উঠানামা করে।

আরও পড়ুন : পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য রেখে পশ্চিম মেদিনীপুরে ‘আপ’-এর জেলা কার্যালয়ের উদ্বোধন

সংঘাত বাড়তে থাকে বন্যপ্রাণীর সঙ্গে মানুষের। এই সংঘাত কমানোর কাজে যুক্ত বনকর্মী সহ কিছু মানুষের জীবন চর্চার সঙ্গে সঙ্গে জঙ্গল সন্নিহিত মানুষজনের কথা উঠে এসেছে “অনুভবে সুন্দরবন” বইটিতে। ধরা পড়েছে প্রকৃতির রূপরস। সহজভাবে উপস্থাপিত হয়েছে ছোট ছোট গল্প কথায়। বিজয় বাবু বলেন, “সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণ, প্রকৃতি ও জীবনযাপনের ছবি এই বইতে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।” এই বইটি প্রকাশ করতে পাঁচ বছর সময় লেগেছে তাঁর।

সুন্দরবনে থাকাকালীন প্রতিদিন যা দেখতেন ডায়েরিতে লিখে রাখতেন। ওই অঞ্চলের মানুষজনের সঙ্গে কথা বলতেন তাদের জীবনযাত্রা নিয়ে। অনেকেই জীবিকা নির্বাহের জন্য মাছ, কাঁকড়া ধরেন। যেদিন মানুষটি নদীতে মাছ, কাঁকড়া ধরতে যান, সেদিন তার বাড়ির লোক সারারাত অপেক্ষারত, এমনও পরিবারের কাহিনী শুনেছেন বিজয় বাবু। কর্মসূত্রে দেখেছেন “বাঘবন্দি খেলা”।

তাও গল্প কথায় স্থান পেয়েছে বইটিতে। বনরক্ষী, বনকর্মী, বন দফতরের অবদানও স্থান পেয়েছে। পাশাপাশি সুন্দরবনের একটি গ্রামের বিকেলের প্রকৃতির অপরূপ সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন তাঁর লেখায়। ডিএফও সন্দীপ বেরওয়াল বলেন, কাজের মধ্যে থেকেও এইরকম একটি বই প্রকাশ খুবই প্রশংসিত। এই বই থেকে মানুষজন অনেক নতুন নতুন তথ্য পাবেন।”

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Sundarbans Book

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.