Home » Asian Gymnastics Championship-এ ব্রোঞ্জ জয় পশ্চিম মেদিনীপুরের ‘গর্ব’ প্রণতির

Asian Gymnastics Championship-এ ব্রোঞ্জ জয় পশ্চিম মেদিনীপুরের ‘গর্ব’ প্রণতির

by Biplabi Sabyasachi
0 comments

Asian Gymnastics Championship : কাতারের দোহায় আয়োজিত নবম এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে (Asian Gymnastics Championship) বড়সড় সাফল্য অর্জন করলেন বাংলার তারকা তথা পশ্চিম মেদিনীপুরের মেয়ে জিমন্যাস্ট প্রণতি নায়েক (Pranati Nayak)। সেইসঙ্গে তিনি ব্রোঞ্জ পদক জয় করেছেন। এই নিয়ে এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়বার ব্রোঞ্জ পদক জয় করলেন তিনি।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : কাতারের দোহায় আয়োজিত নবম এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে (Asian Gymnastics Championship) বড়সড় সাফল্য অর্জন করলেন বাংলার তারকা তথা পশ্চিম মেদিনীপুরের মেয়ে জিমন্যাস্ট প্রণতি নায়েক (Pranati Nayak)। ফাইনাল রাউন্ডে তিনি মোট ১৩.৩৬৭ (প্রথম এবং দ্বিতীয় ভল্টে যথাক্রমে ১৩.৭৬৭ এবং ১২.৯৬৭ পয়েন্ট সংগ্রহ করেছেন) পয়েন্ট নিজের ঝুলিতে পুরে নেন।

আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, আহত একাধিক

সেইসঙ্গে তিনি ব্রোঞ্জ পদক জয় করেছেন। এই নিয়ে এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়বার ব্রোঞ্জ পদক জয় করলেন তিনি। ইতিপূর্বে ২০১৯ সালে তিনি ১৩.৩৮৪ পয়েন্ট সংগ্রহ করে ব্রোঞ্জ পদক জয় করেছিলেন। আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে অলিম্পিকে সুযোগ পেয়েছিলেন প্রণতি। পরের রাউন্ডের জন্য যোগ্যতা অর্জন পর্বে সাবডিভিশন ১–এ ১২ নম্বরে শেষ করেন দীপা।

আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে চিরকুটে চাকরির ‘সুপারিশ’! ভাইরাল সিপিএমের চিঠি

তাঁর মোট সংগৃহীত স্কোর ৪২.‌৫৬৫। প্রসঙ্গত প্রতিটি সাবডিভিশন থেকে ৮ জন করে জিমন্যাস্ট দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র পাবেন। কিন্তু প্রণতি প্রথম আটের মধ্যে জায়গা করে নিতে পারেননি।এই পরাজয়ের পর প্রণতি জানিয়েছিলেন, “টোকিয়ো অলিম্পিক ২০২০ টুর্নামেন্টে পারফর্ম করতে পেরে আমি খুব খুশি। এত বড় মঞ্চে পারফর্ম করতে পেরে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবতী মনে করছি।”

আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে পুকুর খননে উদ্ধার শতাধিক কার্তুজ

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Asian Gymnastics Championship

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.