BJP breaking
পত্রিকা প্রতিনিধিঃ পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ীতে(Keshiary) ফের শক্তি বাড়ালো তৃণমূল(Trinamool)। বিজেপির(Bjp) পঞ্চায়েত প্রধান তৃণমূলে(Trinamool)যোগদান করায় আরও একটি গ্রাম পঞ্চায়েত বিজেপির হাতছাড়া হতে চলেছে। মঙ্গলবার কেশিয়াড়ী ব্লকের কুসুমপুর ৪ নং গ্রাম পঞ্চায়েত এলাকার প্রধান সোনালী ঘোড়াই আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেন। কেশিয়াড়ী ব্লক তৃণমূলের দলীয় কার্যালয়ে প্রধান সহ জামশোল বুথের পঞ্চায়েত সদস্য লক্ষ্মী মান্নাও যোগ দেন। দলীয় পতাকা তুলে দেন ব্লক সভাপতি অশোক রাউৎ, সহ সভাপতি পবিত্র শীঠ, যুবর রাজ্য সম্পাদিকা কল্পনা শীঠ। গত পঞ্চায়েত ভোটে ১২ টির মধ্যে বিজেপি ৬ টিতে ও তৃণমূল ৬ টিতে জয়লাভ করে। টসের মাধ্যমে বোর্ড গঠন করে বিজেপি(Bjp)। এবারে বিধানসভা ভোটে তৃণমূলের জয়ের পর বিজেপি পঞ্চায়েত সদস্যরা যোগ দেয় তৃণমূলে(Trinamool)। কিছুদিন আগে দু’জন বিজেপির পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিয়েছিল। ফের আজ আবার প্রধান সহ এক সদস্য যোগ দেওয়ায় তৃণমূলের হাতে এখন জন পঞ্চায়েত সদস্য, বিজেপির ১১ জন। প্রধান সোনালী ঘোড়াই বলেন, বিগত আড়াই বছর বিজেপিতে(Bjp) থেকে যা কাজ করেছি তার থেকে আরও বেশি করে আগামী আড়াই বছর তৃণমূলে থেকে কাজ করতে পারব। কেশিয়াড়ী ব্লক তৃণমূল(Tmc) কংগ্রেসের সভাপতি অশোক রাউৎ বলেন, একজন পঞ্চায়েত সদস্য ও প্রধান যোগদান করায় দলের শক্তি বাড়ল। পঞ্চায়েতে বোর্ড গঠন নিয়ে দলে সিদ্ধান্ত নেওয়া হবে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
BJP breaking
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore