Home » মেদিনীপুর থেকে সন্ন্যাসী আন্দোলনের সূত্রপাতঃ যোগী

মেদিনীপুর থেকে সন্ন্যাসী আন্দোলনের সূত্রপাতঃ যোগী

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধিঃ আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে গেরুয়া শিবির। তাই দফায় দফায় এ রাজ্যে আসছেন কেন্দ্রীয় নেতা ও অন্য রাজ্যের নেতা-মন্ত্রীরা। তাই মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর সফরে এলেন যোগী আদিত্যনাথ। এদিন নারায়ণগড়ের বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরির সমর্থনে এদিন বেলদায় সভা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন তিনি নির্ধারিত সময়ের এক ঘন্টা আগেই পৌঁছে যান সভাস্থলে । এরপর তিনি ঘন্টাখানেক বিশ্রামের পর সভায় বক্তব্য রাখেন।

তবে যদিও তিনি সময় এলে মাঠের লোক না থাকায় কিছুটা সমস্যায় পড়ে বিজেপি। এরপর বক্তব্য রাখতে গিয়ে যোগী আদিত্যনাথ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতাদের তীব্র কটাক্ষ করে তিনি বলেন, এই মেদিনীপুর ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে গিয়েছিল। আর সেখানকার মানুষেরা তাদের সঙ্গে লড়াই করার জন্য কোনো ভাবে পিছিয়ে পড়েনি। তাছাড়া এরাজ‍্যের উন্নয়নের জন্য সরকার কিছুই দেয়নি। কৃষকদের কৃষাণ কল্যাণ যোজনা, নতুন প্রজন্মের যুবক- যুবতীদের কেন্দ্র সরকার পর্যন্ত যাওয়ার সুযোগ ও করে দেননি তারা।

তাই এই সরকার উন্নয়নের জন্য কিছুই ভাবে না বরং নতুন প্রজন্মের যুবক- যুবতীদের ধোকা দেয়। তিনি আরও বলেন , এরাজ‍্যে জয় শ্রী রাম বললে কেন তৃণমূলের অসুবিধা হয়। আর যারা রামের বিরোধিতা করবে তারা তার যোগ্য জবাব পাবে। এখানে দরকার ডবল ইঞ্জিনের সরকার। কারন এই মেদিনীপুর থেকে সন্ন্যাসী আন্দোলনের সূত্রপাত হয়েছিল। যদিও সভার শেষের দিকে তিনি মেদিনীপুর বাসীকে উত্তরপ্রদেশের রাম মন্দির যাওয়ার আহ্বান করেন।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.