Home » পাঁশকুড়ার সাহালাজপুর গ্রামের শীতলা মন্দিরে চুরি

পাঁশকুড়ার সাহালাজপুর গ্রামের শীতলা মন্দিরে চুরি

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি: পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার মাইশোরা অঞ্চলের সাহালাজপুর গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে মন্দিরের তালা ভেঙে শীতলা মূর্তির গায়ের গহনা চুরি করে পালাল দুষ্কৃতিরা। প্রনামি বাক্স ভেঙে টাকা পয়সা সহ পূজার নানান সামগ্রীর সাথে শীতলা মূর্তির গায়ের সমস্ত গহনা খুলে নিয়ে চম্পট দেয় চোর। মন্দির কর্তৃপক্ষ জানায় ৭ ভরি সোনা এবং প্রায় ১০০ ভরি রুপোর গহনা দিয়ে শীতলা মা এর মূর্তি সাজানো ছিল। সেই সমস্ত গহনা খুলে নিয়ে পালায় দুষ্কৃতীরা । চুরি যাওয়া মন্দিরের প্রনামী বাক্সের টাকা সহ নানান কাঁসার আসবাবপত্রের পাশাপাশি সোনা রুপার গহনা মিলে মূল্য দাঁড়ায় প্রায় ৪ লক্ষ টাকা। Panskura temple theft, Panskura temple theft, Panskura temple theft

আরো পড়ুন- আজকের পত্রিকা- ৩০ অক্টোবর ২০২০, বাং- ১৩ কার্ত্তিক ১৪২৭

sitala mandir, Panskura temple theft, Purba medinipur
পাঁশকুড়ার সাহালাজপুর গ্রামের শীতলা মন্দিরে চুরি

শুক্রবার কোজাগরী লক্ষ্মী পূজা , আর সেই দিনই সাতসকালে মন্দিরের তালা ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষজন। খবর ছড়িয়ে পড়তেই তৎক্ষণাৎ গ্রামের মানুষজন সহ মন্দির কর্তৃপক্ষ মন্দিরে ছুটে আসেন। তাঁরা দেখেন মন্দিরের মধ্যে সমস্ত জিনিস পত্র এলোমেলো, টাকা ভর্তি প্রনামি বাক্স ভাঙ্গা অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে,এমকি মা-এর গায়ের গহনাও পর্যন্ত উধাও, এমতাবস্থায় স্থানীয় মানুষজন সহ মন্দির কর্তৃপক্ষ পাঁশকুড়া থানায় গিয়ে চুরির অভিযোগ দায়ের করে। ঘটনাস্থলে পাঁশকুড়া থানার পুলিশ এসে তদন্ত শুরু করে । কে বা কারা এমন কাজ করেছে তা নিয়ে জল্পনা শুরু হয়। মন্দিরের পুরোহিত বলেন-“স্থানীয়রা সকালবেলা এসে দেখেন মন্দিরের তালা ভাঙ্গা এবং প্রণামী বাক্স বাইরে পড়ে রয়েছে। তখন আমাকে খবর দেয়া হয় আমি তৎক্ষণাৎ মন্দিরের সামনে এসে দেখি মায়ের গলার হার ত্রিপোলি সোনার জিহা ছবি চুরি হয়ে গিয়েছে। আনুমানিক প্রায় ৪ লক্ষ টাকা জিনিস চুরি হয়েছে।”পুলিশ সূত্রে জানা যায় এখনো পর্যন্ত তদন্ত চলছে দোষীরা অবশ্যই ধরা পড়বে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.