পত্রিকা প্রতিনিধিঃ রাজ্যে নির্বাচনের দিন ঘোষণা হতেই জনসমর্থন পেতে বিরোধী-শাসক তরজা তুঙ্গে। তাই ২০২১ শে নির্বাচন ঘিরে রাজ্যে এক ইঞ্চিও জায়গা ছাড়ছে না কেউই। তাই এবার দেওয়াল লিখন দিয়ে নির্বাচনের প্রস্তুতি শুরু করল বিরোধী দল বিজেপি। মাটির দেওয়ালে সাদা রঙের উপর বেগুনি ও গেরুয়া রঙ দিয়ে পদ্মফুল এঁকে নির্বাচনী প্রচারের দামামা বাজালো তারা। শনিবার সকালে মেদিনীপুর সদর ব্লকের ধরমপুর ৫নং শিরোমনি অঞ্চলে প্রায় ১০ টি দেওয়ালে পদ্মফুল এঁকে বাড়ি বাড়ি প্রচার শুরু করলেন মেদিনীপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক শঙ্কর গুচ্ছাইত।
তার কথায়, ‘২০১৯-এর লোকসভা নির্বাচনে মেদিনীপুরের মানুষ আমাদের সঙ্গে ছিলেন, ২০২১-এর বিধানসভা ভোটেও তাঁরা আমাদের সঙ্গেই থাকবেন। বিজেপি এ রাজ্যে ক্ষমতায় এলে সাধারণ মানুষের উন্নয়নে আরও জোর দেওয়া হবে।
তৃণমূলের এক কর্মী বলেন , গত পুরসভা এবং লোকসভা নির্বাচনের সময় যে সব দেওয়ালে তৃণমূলের প্রার্থীর প্রচার করা হয়েছিল। সেই সব দেওয়ালে সাদা রং করে তৃণমূলের দেওয়াল প্রচারের জন্য দেওয়াল হিসাবে চিহ্নিত করা হয়েছে। তবে বিজেপি, সিপিএম, কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দলের জন্য ব্যবহৃত দেওয়াল গুলিতে হাত দেওয়া হয় নি। জেলা তো বটেই রাজ্যেও প্রথম ২০২১ বিধানসভা নির্বাচনের জন্য দেওয়াল ঘেরার কাজ শুরু হয়েছে বলে দাবি তাদের। এবারের নির্বাচন যে বিশেষ গুরুত্ব রয়েছে তা বিভিন্ন দলের সভা থেকেই টের পাচ্ছেন মানুষজন।