পত্রিকা প্রতিনিধিঃ আসন্ন নির্বাচনের মুখে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার নামে যে ছয়টি কেস আছে তা মমতা ব্যানার্জী মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে সামিল করেননি। সোমবার নিমতৌড়ির শিক্ষক যোগদান মঞ্চে যোগ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই অভিযোগ করলেন নন্দীগ্রামের বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী।
এদিন তিনি বলেন, যে দেশের সব মানুষের কাছে আইন এক আমার জন্যেও এক আপনার জন্যও এক হওয়া উচিত। মোদির জন্য যা মমতার জন্য ও তা। ‘নন্দীগ্রামে মাননীয়া দাঁড়িয়েছেন। তাঁর নামে আমি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছি। একাধিক মামলা থাকলেও তা জানানো হয়নি। ৬টি মামলা আছে তাঁর নামে। মিথ্যার উপর তিনি দাঁড়িয়ে আছেন।’ পরে তিনি জানান, তথ্যপ্রমাণ সহ আভিযোগ দায়ের করা হয়েছে। নির্বাচন কমিশন বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহন করবে বলেই আমরা আশাবাদী। প্রসঙ্গত, এদিন তমলুকের নিমতৌড়িতে তমলুক ও কাঁথি সাংগঠনিক জেলার শিক্ষক শিক্ষিকাদের নিয়ে ‘যোগদান মেলা’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ কথা বলেন শুভেন্দু অধিকারী।
পাশাপাশি এদিন রিটার্নিং অফিসারের কাছে লেখা একটি চিঠিতে শুভেন্দুর পক্ষ থেকে দাবি করা হয়েছে, ‘নিজের হলফনামায় ৬ টি ফৌজদারি মামলার কথা গোপন করেছেন মুখ্যমন্ত্রী।’ সেই ৬ টি মামলার বিস্তারিত তথ্য, ধারা, জায়গাও উল্লেখ করা হয়েছে।পাশাপাশি ডবল ইঞ্জিন সরকার গড়ার বার্তা দেন শুভেন্দু অধিকারী, সব মিলিয়ে রাজনৈতিক পারদ এখন ঊর্ধ্বমুখী।