Home » বিজেপির নাতিদীর্ঘ সভায় জঙ্গলমহলে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ-শুভেন্দুর

বিজেপির নাতিদীর্ঘ সভায় জঙ্গলমহলে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ-শুভেন্দুর

by Biplabi Sabyasachi
0 comments

Dilip-Shuvendur attacks the TMC

আরও পড়ুন ঃ-শুরু হল দেড়শো বছর প্রাচীন মাইশোরায় টেরাকোটার মন্দিরের সংরক্ষণের কাজ

পত্রিকা প্রতিনিধি: জঙ্গলমহলে ধাক্কা খেল বিজেপি শুভেন্দু অধিকারীর সভা মাত্র হাজার বারো সড়কের মাঝখানে কোনোরকমে বক্তব্য রেখে সেখান থেকে কাঁথি চলে যান শুভেন্দু । বিজেপিতে যোগদান করার পর এটাই ছিল জঙ্গলমহলে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর একসঙ্গে সভা অথচ সবাই লোক ছিল উল্লেখযোগ্যভাবে কম রবিবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই ব্লকের মহাপাগলের ওই সভা হয় । যোগদান মেলা নামকরণ হলেও সে অর্থে যোগদান হয়নি বললেই চলে রাজনৈতিক বিশেষজ্ঞদের বক্তব্যে জঙ্গলমহলে আরএসএস এর পঞ্চাশ বছরের একটা ইতিহাস রয়েছে সে কারণেই দিলীপ ঘোষের নেতৃত্বে লোকসভা নির্বাচনে জিতেছে বিজেপি। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার ফলে জঙ্গলমহলে বিজেপির বিশ্বাসযোগ্যতা হারিয়েছে কারণ জঙ্গলমহলের মানুষের কাছে বিশ্বাসযোগ্যতাই সব আর এই কারণেই এদিনের সভায় তেমনভাবে লোকজনের সমাগম ঘটেনি ।


সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ” বিজেপি ছাড়া উন্নয়ন সম্ভব না। মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর জঙ্গলমহলের মানুষের খোঁজখবর রাখেন না। জঙ্গলমহলের মানুষকে অন্য জায়গায় কাজে যেতে হচ্… এবার নির্বাচনে তৃণমূল ভোট চাইতে এলে জলও খেতে দেবেন না। অখণ্ড মেদিনীপুর জেলার পঁয়ত্রিশ টি আসনে বিজেপি জিতবে। বিজেপি গরিবদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরিবের প্রতিনিধি। তাই শৌচাগার করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার।” দিলীপবাবু আরও বলেন, একসময় ছত্রধর মাহাতো খুন হিংসার রাজনীতি করেছিলেন। তাঁকেই এখন তৃণমূল নেতা করেছে। এই রাজ্যে সরকার ধোঁকাবাজি সরকার । এই সরকারের পরিবর্তন করতেই হবে।

শুভেন্দু অধিকারী বলেন , “ঝাড়গ্রামের চারটি বিধানসভা কেন্দ্রে কুড়ি হাজার ভোটে বিজেপির জেতার কথা । কিন্তু আমি পঞ্চাশ হাজার ভোটে প্রতিটি কেন্দ্রে বিজয়ী প্রার্থীদের জয় নিশ্চিত করব জঙ্গলমহলে থেকে তৃণমূলকে একেবারে হাওয়া করে দেব ।!

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Dilip-Shuvendur attacks the TMC

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.