পত্রিকা প্রতিনিধি: ” পিংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাব” , গোপিনাথপুরে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন শুভেন্দু অধিকারী । বুধবার পশ্চিম মেদিনীপুরের পিংলা বিধানসভা চক গোপীনাথপুর এলাকায় একটি জনসভার আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে। সেই জনসভায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি সভায় বক্তব্য রাখতে গিয়ে একাধিকবার তৃণমূল কংগ্রেসকে নিশানা করে তুলোধোনা করেন।
বক্তব্যের শেষের দিকে তিনি বলেন দিল্লিতে একটি মিটিংয়ে যাচ্ছি আমি, নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারাবো নেতৃত্বরা প্রার্থী আমাকে করুক বা অন্য কাউকে মমতা ব্যানার্জিকে হারানোর দায়িত্ব আমার ।পিংলায় এসে তিনি এভাবেই মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে গেলেন। পাশাপাশি একাধিক তৃণমূল নেতা বিজেপিতে যোগদান করার প্রসঙ্গে ব্রাত্য বসু বলেছেন জিতেন্দ্র,ধর্মেন্দ্র, কেউ দল পরিবর্তন করুক না কেন তাতে দলের কোন আসে যায় না, মুখ্যমন্ত্রী আমাদের একাই অমিতাভ বচ্চন, এই প্রসঙ্গ নিয়ে শুভেন্দু অধিকারী বলেন ২রা মে ব্রাত্য বসুর দুপুরবেলায় আমার বাড়িতে নেমন্তন্ন রইল, এসে খেয়ে যাবেন। কার্যত এক কথায় বলা যেতে পারে বিধানসভা ভোট যত এগিয়ে আসছে একের পর এক সভা থেকে শাসক দল থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের বক্তব্যের ভাষা আরো জোরালো হচ্ছে এটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।