Home » Haldia Rally : ছাব্বিশে বিজেপি ক্ষমতায় না এলে পশ্চিমবঙ্গ বাংলাদেশ-টু হবে হলদিয়ার সভায় হুঁশিয়ারি শুভেন্দুর

Haldia Rally : ছাব্বিশে বিজেপি ক্ষমতায় না এলে পশ্চিমবঙ্গ বাংলাদেশ-টু হবে হলদিয়ার সভায় হুঁশিয়ারি শুভেন্দুর

by Biplabi Sabyasachi
0 comments

বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ছাব্বিশে বিজেপি ক্ষমতায় না এলে পশ্চিমবঙ্গ বাংলাদেশ-টু হবে হলদিয়ার সভায় হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দোলযাত্রার দিন তমলুক, নন্দকুমার সহ জেলার বিভিন্ন জায়গায় সনাতনীদের উপর বর্বচিত হামলা ও পুলিশ প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে রবিবার হাইকোর্টের অনুমতিতে হলদিয়ার দুর্গাচকের ক্ষুদিরাম স্কোয়ার থেকে সিপিটি মার্কেট পর্যন্ত প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।

আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :

For WhatsApp Group : Click Here

2/6. এদিন প্রতিবাদ সভায় বক্তব্য রাখার সময় তিনি বলেন, পশ্চিমবঙ্গের সনাতনীরা তাঁদের ধর্ম পালনে সরকার এবং পুলিশের দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে। সেজন্য ছাব্বিশে এই সরকার পরিবর্তন না করলে মহাকুম্ভ কে কেউ মৃত্যু কুম্ভ বলবে না। কোচবিহারে পুলিশ গিয়ে কীর্তন বন্ধ করবে না এবং পার্ক সার্কাসে রাম নবমীর প্রচারেও কেউ বাধা দেবে না। সেজন্য ধর্ম পালন কমিটি তৈরি করে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে সনাতনীদের ৫ শতাংশ ভোট বৃদ্ধি করলে বিজেপি ক্ষমতায় আসবে।

3/6. মহিলারা ১ হাজার টাকার বদলে ৩ হাজার টাকা পাবে। গরীব মানুষ বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকার বদলে ৩ লক্ষ টাকা পাবে। নন্দীগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট না পেয়েও আমি সনাতনী ও তফসিলি সম্প্রদায়ের মানুষের ভোটে ১৯৫৬ ভোটে একুশে জিতেছি।পরে চব্বিশে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নন্দীগ্রাম থেকে ৮ হাজার লিড নিয়ে তমলুকে জিতেছে।তাই আগামী বছর বিধানসভা নির্বাচনে সমস্ত সনাতনীরা যদি একজোট হতে পারি তাহলে পিসি,ভাইপো মুক্ত পূর্ব মেদিনীপুর করতে পারবো।

আরও পড়ুন : হাওড়া লোকালে শিক্ষককে বেধড়ক মার দুষ্কৃতীদের! মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আরও পড়ুন : নকল সিও নিয়ে বালি পাচারে গুড়গুড়িপালে গ্রেপ্তার চার

4/6. পাশাপাশি সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া হলদিয়া বিধায়ক তাপসী মণ্ডলের নাম না করে তিনি বলেন, দম থাকলে জিতে দেখান,২০১৭ সালে পৌরসভা নির্বাচনে মামাকে দিয়ে ভাগ্নিকে হারিয়েছিলাম। এবার হলদিয়ার কোন ভূমিপুত্র বা ভূমিকন্যাকে দিয়ে আপনাকে আবার হারাবো। যদিও শুভেন্দুর বক্তব্যে গুরুত্ব দিতে নারাজ তাপসী মণ্ডল। তিনি বলেন, ‘শুভেন্দু বাবুকেও ভাতার লোভ দেখিয়ে ভোট চাইতে হচ্ছে। উনি ধর্ম নিয়ে রাজনীতি করে বাংলাকে ভাগ করতে চাইছেন। পশ্চিমবাংলার মানুষ তা কখনোই হতে দেবে না। উনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। ছাব্বিশে ফের মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন।’

5/6. এদিন হলদিয়ার পাঁচটি মণ্ডল এবং মহিষাদলের তিনটি মণ্ডলের হাজার খানেক বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে মিছিলে পা মেলান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী,বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি মলয় সিনহা,সহ-সভাপতি আনন্দময় অধিকারী প্রমুখরা।

আরও পড়ুন : হারিয়ে যাওয়া ২৫ টি মোবাইল ফিরিয়ে দিল সবং থানা

আরও পড়ুন : মহিলা থানায় পড়ুয়াদের অত্যাচারের অভিযোগে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও কোতয়ালী থানায় বিক্ষোভ

6/6. হাইকোর্টের নির্দেশ কে মান্যতা দিয়ে সাড়ে চারটে বাজার আগেই শুভেন্দু অধিকারী বক্তব্য শেষ করেন।পরে তিনি বলেন, ‘আমি কোনকিছু করতে গেলেই এখন পুলিশ বাধা দিচ্ছে এটা নিয়ে ৭৭ বার আমাকে মিছিল ও সভা করার অনুমতি নেওয়ার জন্য হাইকোর্টে দারস্ত হতে হয়েছে। পুলিশ প্রশাসন কে বলে রাখছি আমরাও সরকার গড়বো। তখন আপনাদের পরিণতি কি হয় দেখবেন। আমি বলে গেলাম।’

আরও পড়ুন : বন্যপ্রাণ শিকার আটকাতে বন দপ্তরের জোড়া ফাঁদ, গাড়ি মালিকদের বাড়িতে পৌঁছাবে আইনি নোটিশ!

আরও পড়ুন : দু’মাস পর বাড়ি ফিরলেন চিকিৎসা বিভ্রাটে অসুস্থ প্রসূতি

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Haldia rally

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.