Home » Miscreants Arrest in Kharagpur : ফের সাফল্য খড়্গপুর শহর পুলিশের, ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৩ দুষ্কৃতী

Miscreants Arrest in Kharagpur : ফের সাফল্য খড়্গপুর শহর পুলিশের, ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৩ দুষ্কৃতী

by Biplabi Sabyasachi
0 comments

Success again Khargpur city police, 3 miscreants arrest with firearms before robbery

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ডাকাতির আগেই ডাকাতদলকে গ্রেফতার করে বড়সড় সাফল্য পেল খড়গপুর টাউন থানার পুলিশ। এর ফলে খড়্গপুরের এক বা একাধিক পরিবার ডাকাতির হাত থেকে রক্ষা পেল। মাঝে মধ্যেই এই ভাবে দুষ্কৃতীদের এর আগেও গ্রেপ্তার করেছে খড়্গপুর টাউন থানার পুলিশ। কিন্তু এবারের গ্রেপ্তার এ যাবৎ কালের ওই সব গ্রেপ্তার কে ছাড়িয়ে গেল।

আরও পড়ুন:- মেদিনীপুর শহরের উপকণ্ঠে ২৩ একর জমিতে জীব-বৈচিত্র্য পার্ক, উপকৃত হবে পড়ুয়ারা

নিজস্ব চিত্র

আরও পড়ুন:- Z+ শ্রেণির নিরাপত্তা পেতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

শুক্রবার মধ্যরাতে গোলবাজার বড় মসজিদ সংলগ্ন বিএনআর ময়দান থেকে তিনজন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত প্রত্যেকেরই বাড়ি খড়্গপুর টাউন থানা এলাকার মধ্যেই। অভিযুক্তরা হলেন দীপায়ন মাইকেল (২৩) ওরফে গোমের ২৯ নং ওয়ার্ডে তলঝুলির বাসিন্দা, আশিষ মহান্তি ও ডি. জগমোহন ৩২ নং ওয়ার্ডের রামনগর এলাকার বাসিন্দা।অভিযুক্ত মাইকেল এর আগেও বহু ঘটনার সঙ্গে জড়িত ছিল। ঘটনার সঙ্গে যুক্ত আরও এক দুষ্কৃতী পালাতে সক্ষম হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তার খোঁজ চালাচ্ছে পুলিশ।

Miscreants Arrest

আরও পড়ুন:- বেলদা এলাকায় খুলে গেল পেছনের তিনটি বগি, বড়সড় দুর্ঘটনা এড়াল ফলকনামা এক্সপ্রেস

নিজস্ব চিত্র

আরও পড়ুন:- মেদিনীপুর সদরে স্কুলের প্রার্থনা লাইন থেকে আগুন নেভাতে দৌড় ছাত্রদের, কুর্নিশ বন দফতরের

তাদের কাছ থেকে ওয়ান শাটার বন্দুক, লোহার রড ও গুলি উদ্ধার করেছে খড়্গপুর টাউন থানার পুলিশ। টাউন থানার অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর সাধন কুমার পাত্র শুক্রবার রাতে শহরের ওই অংশের টহলদারি দায়িত্বে ছিলেন। কনস্টেবল পঙ্কজ কুমার দাস ও রবীন্দ্রনাথ মুর্মু উনার সঙ্গে ছিলেন। রাত একটা নাগাদ বিএনআর গ্রাউন্ডে একটি অন্ধকার স্থানে মৃদুকণ্ঠের কথাবার্তা শুনতে পেয়ে গাড়ির দূরে রেখে সেই স্থানে গিয়ে কয়েকজনকে দেখতে পান পুলিশকর্মীরা। বিষয়টি সন্দেহজনক লাগায় থানায় ফোন করে অতিরিক্ত বাহিনী পাঠানোর কথা বলেন তারা। পুলিশের অস্তিত্ব টের পেয়ে একজন পালিয়ে যেতে সক্ষম হলেও বাকি তিনজন ধরা পড়ে যায়।

আরও পড়ুন:- পথ দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু ঘিরে চরম উত্তেজনা পশ্চিম মেদিনীপুরে! মাথা ফাটল শিক্ষিকার, আহত একাধিক পুলিশ কর্মী

Advertisement

আরও পড়ুন:- ‘মেদিনীপুর ভালোবাসা ও আবেগের জায়গা, এখানে আমারও পোলারাইজেশনে কোন আপত্তি নেই’, মেদিনীপুরে দাঁড়িয়ে বললেন অনির্বাণ ভট্টাচার্য

অভিযুক্ত তিন জনকে খড়্গপুর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ তাদেরকে নিজস্ব হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাই বলে জানা গেছে। খড়্গপুর টাউন থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন পলাতক দুষ্কৃতী শহরের ৪ নম্বর ওয়ার্ডের পাঁচবেড়িয়া এলাকার বাসিন্দা বলে জানতে পারা গেছে। তার খোঁজে সম্ভাব্য জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তার করা হলেও বারংবার ডাকাতির ঘটনার ফলে চিন্তায় খড়্গপুরের বাসিন্দারা।

আরও পড়ুন:- রামপুরহাট কাণ্ডের পর পশ্চিম মেদিনীপুরের কেশপুরে নজর পুলিশের, উদ্ধার ৬৮ টি

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Miscreants Arrest

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.