Home » ময়নায় পড়ানোর নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ সংস্থার বিরুদ্ধে, বিক্ষোভ ছাত্র-ছাত্রীদর

ময়নায় পড়ানোর নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ সংস্থার বিরুদ্ধে, বিক্ষোভ ছাত্র-ছাত্রীদর

by Biplabi Sabyasachi
0 comments

Cheating

আরও পড়ুন ঃদলত্যাগ বিরোধী আইন কার্যকর করবেনই, চ্যালেঞ্জ ছুড়লেন বিরোধী নেতা Suvendu Adhikary

পত্রিকা প্রতিনিধি: করোনাকালে covid-19 পরিস্থিতিতে মানুষ দিশেহারা। দেশের সাথে রাজ্যেও চলছে মৃত্যুর মিছিল। সেই সময় কতিপয় মানুষ লোক ঠকানো কাজে ব্যস্ত হয়ে পড়েছেন।

Plan Edu Consultant Learning Solution Pvt. Ltd নামে একটি সংস্থা ২০১৯ সাল থেকে এমবিবিএস (Mbbs), বিএসসিনার্সিং (B.sc Nursing), বি ফার্ম (B pharm),ডি ফার্ম (D pharm) দেশ-বিদেশে পড়ানোর নাম করে লক্ষ লক্ষ টাকা ছাত্র ছাত্রী ও অভিভাবকদের কাছ থেকে তুলছিল বলে অভিযোগ।

নিজস্ব চিত্র

সূত্রের খবর, কেবলমাত্র ময়নাতেই(Mayna) নয়, পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) ,পশ্চিম মেদিনীপুর(Paschim Medinipur) সহ একাধিক জেলাতেই শাখা রয়েছে। ২০১৯ সাল থেকে বহু ছাত্র-ছাত্রী, অভিভাবক প্রতারিত হয়ে আসছে এবং এখনো হচ্ছেন বলে অভিযোগ। গত ২০২০ সালে ময়না থানার পাশে পিংলা থানা তে এই সংস্থার নামে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল।

কিন্তু যারা অভিযোগ দায়ের করেছিলেন তারা এখনও সুবিচার পাননি। এখনো পর্যন্ত সংস্থাটি প্রতারণার জাল ছড়িয়ে রেখেছে বলে জানা যায়। এমনকি প্রশাসনও এদের নাগআ পাচ্ছেন না।

Advertisement
advertisement

থানায় সুবিচারের আশায় ঘুরে বেড়াচ্ছেন অভিভাবক থেকে শুরু করে ছাত্র ছাত্রীরা । গতকাল রাতে প্রতারিত বহু ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা মিলে ময়না বলাইপন্ডা সেন্টারের কর্মরত একটি মহিলাকে ধরে টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। মহিলার নাম কৃষ্ণা পরিয়া (krishna Poria) । বাড়ি ময়নার (Moyna) কাঁচি চক (kanchi Chawk) গ্রামে। সূত্রের খবর, বলাইপণ্ডা (Balaipanda) সেন্টার এডুকেয়ার সংস্থার মালিকের বাড়ি পাঁশকুড়া (Panskura) কাসাবারে। নাম নব কুমার পাল (Naba Kumar Pal)।

বিক্ষোভের সময় পরিস্থিতি জটিল হলে ময়না থানার পুলিশ এসে মহিলাটিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। আজ সকালে ময়না থানা থেকে বলাইপণ্ডা সেন্টারের মালিক কে ফোন করা হলেও মালিক ধরাছোঁয়ার বাইরে।এদিকে সকালে ৩০-৪০ জন ছাত্র-ছাত্রী সহ অভিভাবকেরা ময়না থানাতে আসেন সুবিচারের আশায় ।

সংস্থার বিরুদ্ধে অভিযোগ করলেন কোর্ট কেসে প্রতারকরা জামিন নিয়ে ছাড়া পেয়ে যাবেন। ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত নষ্ট হয়ে যাবে। কোনও টাকা ফেরত পাওয়া যাবে না। এই ভেবে অভিভাবকরা ময়না থানাতে কোনো লিখিত অভিযোগ করেনি। অভিভাবকেরা টাকা ফেরত পাওয়ার আশায় ময়না থানাতে বিষয়টি মিটিয়ে নিতে চান। এভাবেই আর্থিক প্রতারণার সাথে জড়িত ব্যক্তিরা বছরের পর বছর প্রতারণার জাল বিছিয়ে চলেছে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Cheating

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.