পত্রিকা প্রতিনিধি: দীঘায় গিয়ে হাতের শিরা ও গলার নলি কেটে আত্মহত্যার চেষ্টা করল পশ্চিম মেদিনীপুরের পিংলার দ্বাদশ শ্রেণির ছাত্র। হোটেল কর্মীদের সহযোগিতায় ওই ছাত্রকে উদ্ধার করে দিঘা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সঙ্কটজনক অবস্থায় ওই ছাত্রটি চিকিৎসাধীন রয়েছে। ঠিক কি কারণে ওই ছাত্রটি আত্মহত্যার চেষ্টা করছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পিংলা থানার ধনেশ্বরপুর মধ্যবাড় গ্রামের দ্বাদশ শ্রেণির ছাত্র দীপঙ্কর দাস বাড়ি থেকে লুকিয়ে দিঘায় চলে যায়। Pingla, Pingla, Pingla
আরো পড়ুন- বাড়তে পারে ভক্তদের সমাগম, বেলদায় জীবাণুনাশক স্প্রে মন্দির চত্বরে
সকাল থেকে দীঘা বেড়ানোর পর সন্ধ্যায় ওল্ড দীঘায় একটি বেসরকারি হোটেলে ওঠে ওই যুবক। হোটেলের কর্মচারীরা ছাত্রটিকে একা প্রথমে থাকতে দিতে রাজি হননি। রাখার জন্য অনেক অনুরোধ করায় হোটেল মালিকের সঙ্গে কর্মচারীরা কথা বলতে যান। কিছুক্ষণ পরে ফিরে এসে হোটেলের কর্মচারীরা দেখতে পান হাতের শিরা ও গলার নলি কেটে ওই যুবক আত্মহত্যার চেষ্টা করছে। তারপরেই তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ওই ঘটনা নিয়ে দীঘার পাশাপাশি পিংলাতেও চাঞ্চল্য ছড়িয়েছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi