Home » Witch Slander : হোস্টেলে ডাইন অপবাদের অত্যাচারে নবম শ্রেণির ছাত্রের আত্মহত্যা, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে জেলা শাসককে ডেপুটেশন

Witch Slander : হোস্টেলে ডাইন অপবাদের অত্যাচারে নবম শ্রেণির ছাত্রের আত্মহত্যা, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে জেলা শাসককে ডেপুটেশন

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ফের মধ্যযুগীয় বর্বরতা! ডাইন অপবাদ দিয়ে দিনের পর দিন অত্যাচারের ঘটনায় আত্মহত্যা করল নবম শ্রেণির এক আদিবাসী ছাত্র। ঘটনাটি গড়বেতা-2 ব্লকের আমলাশুলি কোনারপুর এসএসসি হাইস্কুলে। শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। ঘটনায় স্কুল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগে সরব ছাত্র সংগঠন। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবিতে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা শাসককে ডেপুটেশন দিল ডিএসও।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Witch Slander
নিজস্ব চিত্র

জানা গিয়েছে, ওই স্কুলের হোস্টেলে থাকতো নবম শ্রেণীর ওই ছাত্র। গত দেড় মাস আগে হঠাৎ হোস্টেলের এক ছাত্র অদ্ভুতভাবে কাঁপতে থাকে। অন্যরা দাবি করে তাকে ডাইন ভর করেছে। এইভাবে প্রায় সাত আট জন পড়ুয়ার মধ্যে একই ধরনের লক্ষণ দেখা যায়। সমস্ত সন্দেহ গিয়ে পড়ে ওই আদিবাসী কিশোরের ওপর। সমস্ত ঘটনার জন্য সহপাঠীরা তাকে দোষারোপ করে এক ঘরে করে দেয় বলে অভিযোগ। তবে বিষয়টি মেটাতে অভিভাবকদের নিয়ে ম্যানেজিং কমিটি বৈঠকেও বসেন।

Witch Slander

বেশ কিছুদিন হোস্টেল ছাত্রদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। মৃত ছাত্রের বাবা বলেন, “তারা ফিরে এসে আমার ছেলের উপর ফের অত্যাচার করতে থাকে। এমনকি তাদের অভিভাবকরাও এসে আমার ছেলেকে মানসিক নির্যাতন করত। দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে আত্মহত্যা করে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার পরীক্ষা শেষে হোস্টেলের ঘরে না গিয়ে স্কুল থেকে বেরিয়ে যায় ওই ছাত্র। স্কুলের পাশেই খালের ধারে গিয়ে বিষ পান করে। স্থানীয়দের নজরে আসতেই খবর দেওয়া হয় স্কুলে।

দ্রুত উদ্ধার করে তাকে নিয়ে যাওয়া হয় গড়বেতা হাসপাতালে। অবস্থার অবনতি হলে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালতোড় থানার পুলিশ। অন্যদিকে ঘটনায় যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে জেলা শাসককে ডেপুটেশন দিল ছাত্র সংগঠন ডিএসও। উপস্থিত ছিলেন, রণিতা পড়িয়া, সুশ্রীতা সরেন। সংগঠন দাবি করেছে, স্কুল কর্তৃপক্ষ ঘটনা ঘটার আগে যথাযথ পদক্ষেপ নিলে এই মর্মান্তিক ঘটনা ঘটত না।

আরও পড়ুন : ঘাটালে দুয়ারে সরকার ক্যাম্পে নজর কাড়বে সেলফি জোন, স্মার্ট ফোনে ” I Love Duare Sarkar” এর সঙ্গে ক্যামেরা বন্দি করা যাবে নিজেকে

আরও পড়ুন : কলাইকুন্ডা ও মানিকপাড়ায় তাণ্ডব চালানো হাতির পাল ঘিরে আতঙ্ক মেদিনীপুর সদরে, হুলা টিমকে ঘিরে বিক্ষোভ

সংগঠনের জেলা সম্পাদিকা তনুশ্রী বেজ বলেন, “বিজ্ঞানের অগ্রগতি হওয়া সত্ত্বেও মানুষের মনে জাতপাত থেকে শুরু করে কুসংস্কার ভিত্তিক চিন্তা সমূলে উৎপাটিত করে বিজ্ঞানভিত্তিক চিন্তা ও মনন গড়ে তুলবার মত উপযুক্ত পদক্ষেপ কোনো সরকার নিচ্ছে না। শিক্ষার সিলেবাসেও কুসংস্কার ভিত্তিক চিন্তার প্রসার করা হচ্ছে খুব সচেতন ভাবে। ফল হিসেবে প্রতিনিয়ত গোটা দেশে এই ধরনের ঘটনা একের পর এক ঘটে চলেছে। অথচ প্রশাসন নির্বাক থেকে যায়।”

আরও পড়ুন : “সিপিএম আমলে ইন্টারভিউ ছাড়া বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ৩০০, মেদিনীপুর কলেজে ৮২ জনের চাকরি”, তদন্তের দাবি

আরও পড়ুন : চলতি বছরে জঙ্গলমহলে হাতির হামলায় মৃত্যু মিছিল! বাড়ি ভাঙার পাশাপাশি আহত একাধিক, ডেপুটেশন জেলা শাসক দপ্তরে

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Witch Slander

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.