Lockdown in Bengal
আরও পড়ুন ঃ-লকডাউন ঘোষণা হতেই নির্জন দিঘা , সংকটে ব্যবসায়ীরা
পত্রিকা প্রতিনিধিঃ রাজ্য সরকারের নির্দেশ মতো আজ , ১৬ ই মে সকাল থেকে ৩০ শে মে সন্ধ্যা পযর্ন্ত এরাজ্যে দু সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা হয়েছে৷ আর সেই মতো রবিবার সকাল ১০ টার পর থেকে পুলিশ-প্রশাসনের কড়া অনুশাসনে ফের শুনশান পশ্চিম মেদিনীপুরের রাস্তাঘাট। বাজার-দোকানপাট বন্ধ। জেলা জুড়ে কড়া নজরদারি চলছে পুলিশের। অপ্রয়োজনে গাড়ি বা বাইক নিয়ে বেরলেই আটকানো হচ্ছে। প্রয়োজনে আইন অনুযায়ী ব্যবস্থাও নিচ্ছেন পুলিশকর্মীরা।
পুলিশি টহলের পাশাপাশি চলছে তল্লাশি। অকারণে রাস্তায় বেরলেই চলছে ধড়পাকড়। ইতিমধ্যে লকডাউন অমান্যকারী প্রায় একাধিক জন ব্যক্তি সহ তাদের গাড়ি আটক করেছে পুলিশ। মেদিনীপুর শহর-সহ পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন রাস্তায় সকাল থেকে টহল দিচ্ছে পুলিশ বাহিনী। কোতোয়ালি থানার পুলিশের উদ্যোগে এবং জেলা পুলিশের পক্ষ থেকে এদিন সকাল থেকে নজরদারি চালানো হচ্ছে। কোথাও কোন জমায়েত রয়েছে কিনা তা দেখা হচ্ছে।
জটলা নজরে এলেই সেখানে হানা দিচ্ছে পুলিশ। পাশাপাশি কোথাও লাঠি উচিয়ে তাড়া তো কোথাও বিনা কারণে রাস্তায় বেরনোর জন্য শাস্তি হচ্ছে রাস্তার মাঝে কান ধরে উঠবস। এক জেলা থেকে অন্য জেলায় ঢোকার সীমান্তে চলছে নাকা চেকিং। বাড়ি থেকে বরনোর সঠিক কারণ না বলতে পারলেই নাগরিকদের ফিরিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Lockdown in Bengal
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore