বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ভালোবাসার দিনে প্রেমিকাকে গোলাপ ফুল উপহার দিতে বাগানে ঢুকে গোলাপ চুরি করার চেষ্টা। ধরে ফেললেন কর্মীরা। ভুল স্বীকার করে মিলল রেহাই। তারপরই বাগানে প্রবেশের পথে রাখা হলো কাঁটা। নজরদারিও বাড়ানো হলো অন্যান্য দিনের থেকে বেশি। এমনই চিত্র মেদিনীপুর শহর সংলগ্ন গোপগড় ইকো পার্কে। ওই পার্কে রয়েছে বিশাল গোলাপ বাগান।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here
![](https://biplabisabyasachi.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-14-at-6.47.05-PM-1024x577.jpeg)
2/4. ফেব্রুয়ারি মাস পড়লেই সেই বাগানে ঢুকে কেউ বা কারা চুরি করে ফেলত গোলাপ ফুল। গত বছর ভ্যালেন্টাইনস ডে অর্থাৎ ভালোবাসার দিনে ব্যাপক গোলাপ ফুল চুরি গিয়েছিল। যার ফলে এবারে আগে থেকেই সতর্ক ছিল। পাহারায় বসানো হয়েছিল কর্মীদের। মেদিনীপুর রেঞ্জের আধিকারিক শান্তনু কুলভি জানিয়েছেন, “আজ নজরদারি বেশি রয়েছে পার্কে। গোলাপ বাগানেও কর্মী সংখ্যা বাড়ানো হয়েছে নজরদারির জন্য।”
আরও পড়ুন : মাধ্যমিক পরীক্ষার্থী জমজ তিন ভাইকে ঘিরে কৌতুহল
আরও পড়ুন : নকল সিও নিয়ে বালি পাচারে গুড়গুড়িপালে গ্রেপ্তার চার
3/4. পাহারারত কর্মীদের চোখের দৃষ্টি এড়িয়ে এক যুবক বাগানে ঢুকে পড়ে গোলাপ ফুল তুলতে। দূর থেকে দেখতে পেয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন। কেন গোলাপ ফুল তোলা হলো জানতে চাইলে ওই যুবক নাকি জানিয়েছে, “তার প্রেমিকা বলেছে গোলাপ ফুল তুলতে।” পরে ফুল তোলা ভুল হয়েছে বলে স্বীকার করে মুক্তি পায়। পরবর্তীতে এমন ঘটনা ঘটবে না বলেও ওই যুবক জানিয়েছে। একজন নয়, সারাদিনে এমন অনেক যুবকই ঢুকে পড়ে গোলাপ বাগানে।
4/4. পরিস্থিতি বেগতিক দেখে কর্মীরা বাগানে প্রবেশের পথে কাঁটা জাতীয় গাছের ডাল রেখে দেয়। তবেই স্বস্তি মিলেছে নাকি তাদের। পার্কের এক কর্মী বলেন, “বেলা ১২ টা পর্যন্ত একের পর এক যুবক বাগানে ঢুকে ফুল তোলার চেষ্টা করে। কেউ তুলে নিয়েছিল, কেউ তোলবার চেষ্টা করেছিল। তাদের বাধা দেওয়া হয়েছে। বারবার হয়রানি দেখে প্রবেশের সরু পথে কাঁটা জাতীয় গাছের ডাল রাখা হয়েছে। তারপর থেকে ওই কাঁটা সরিয়ে কেউ আর ভেতরে প্রবেশ করেনি।” তবে গত বছর এই গোলাপ বাগান থেকে বহু গোলাপ ফুল চুরি গিয়েছিল ভ্যালেন্টাইন্স ডে-তে। সেই ফুল গিয়ে উঠেছিল প্রেমিক-প্রেমিকাদের হাতে।
আরও পড়ুন : হাওড়া লোকালে শিক্ষককে বেধড়ক মার দুষ্কৃতীদের! মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আরও পড়ুন : নিখোঁজের ১৮ বছর পর বাড়ি ফিরলেন কাঁথির ইসমাইল
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Gopegarh Eco Park
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper