Midnapore : এস.ইউ.সি.আই. দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের জন্ম শতবর্ষে সমাবেশ হল মেদিনীপুর শহরের গান্ধী মূর্তির পাদদেশে। ১৯২৩ সালের ৫ আগস্ট তৎকালীন অবিভক্ত বাংলার ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন শিবদাস ঘোষ। ৫ আগস্ট, ২০২২ শতবর্ষের সূচনা করে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : এস.ইউ.সি.আই. দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের জন্ম শতবর্ষে সমাবেশ হল মেদিনীপুর শহরের গান্ধী মূর্তির পাদদেশে। ১৯২৩ সালের ৫ আগস্ট তৎকালীন অবিভক্ত বাংলার ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন শিবদাস ঘোষ। ৫ আগস্ট, ২০২২ শতবর্ষের সূচনা করে। ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর মিলিয়ে কয়েক হাজার কর্মী সমর্থক এই সমাবেশে যোগ দেয়।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে ভারতবর্ষের প্রতিটি রাজ্যে এই কর্মসূচী চলছে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সদস্য চিররঞ্জন চক্রবর্তী। উপস্থিত ছিলেন অনুরূপা দাস, অমল মাইতি, নারায়ণ অধিকারী সহ অন্যান্যরা। বক্তারা শিবদাস ঘোষের জীবনের নানান ঘটনাবলি তুলে ধরেন। এসএসসি, নার্স দুর্নীতির প্রতিবাদ জানান। কেন্দ্রের একাধিক নীতি ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়েছেন।
Midnapore
আরও পড়ুন : শিক্ষক স্বামী ও পরিবারের অত্যাচার! পশ্চিম মেদিনীপুরে ৭০ বছর বয়সী বৃদ্ধার ঠাঁই স্কুলের বারান্দায়
বেকারদের কাজের দাবিতে আন্দোলনেরও ডাক দিয়েছে। চিররঞ্জন চক্রবর্তী বলেন, “সারা বিশ্বে প্রবল ক্ষমতাশালী পুঁজিবাদী শোষণে সাধারণ মানুষ হাহাকার করছে। পুঁজিবাদী ও সাম্রাজ্যবাদী দেশে সর্ব ব্যাপক মন্দার কারণে সরকারি-বেসরকারি অধিকাংশ কল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে অথবা বন্ধ হতে বসেছে। যার ফলে কোটি কোটি শ্রমিক ছাঁটাই হচ্ছে। সমস্ত দেশেই বাড়ছে বেকারের সংখ্যা।
আরও পড়ুন : পথ দুর্ঘটনা কমাতে বেলদায় পুলিশের একাধিক পদক্ষেপ
মুষ্টিমেয় কিছু ধনী আরও ধ্বনি হচ্ছে এবং বিশাল সংখ্যক গরীব আরও গরীব হচ্ছে। কৃষকদের অবস্থাও অত্যন্ত শোচনীয় নির্বাচন এখন সম্পূর্ণ প্রহসনে পরিণত হয়েছে। প্রতারণা চরম রূপ নিয়েছে। মানুষ এর থেকে মুক্তি চাইছে। যে কারণেই বিক্ষোভও উত্তাল ঢেউয়ের মতো ফেটে পড়ছে।” সমাবেশ শেষে একটি মিছিল করে রেল স্টেশন পর্যন্ত। এসএসসি ও নার্স দুর্নীতিতে দোষীদের শাস্তি ও পরীক্ষায় উত্তীর্ণদের চাকরির দাবি জানিয়েছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper