Home » Elephant Death : দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় দাঁতওয়ালা হাতির মৃত্যু পশ্চিম মেদিনীপুরে

Elephant Death : দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় দাঁতওয়ালা হাতির মৃত্যু পশ্চিম মেদিনীপুরে

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ফের হাতির মৃত্যু পশ্চিম মেদিনীপুরে। ঘটনাটি শালবনীর ভীমপুরের লক্ষণপুর এলাকায়। রবিবার সকালে ধান জমির পাশে একটি হাতিকে পড়ে থাকতে দেখে কাছে গিয়ে স্থানীয়রা দেখেন হাতিটি মারা গিয়েছে।

জানা গিয়েছে, এই হাতিটি দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় দাঁতওয়ালা হাতি। দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় ঘুরে বেড়িয়েছে। কুড়িটির পালে ছিল এই দাঁতালটি। সম্প্রতি শালবনী, মেদিনীপুর সদরের বিভিন্ন এলাকা দাপিয়ে বেরিয়েছে। জঙ্গলমহলের বাসিন্দারা একে দেখতে বিভিন্ন স্থানে ভিড়ও জমিয়েছিল।

তবে এদিন তার মৃতদেহ উদ্ধার ঘিরে শোকের ছায়া নেমেছে। তবে কি কারণে মৃত্যু তা নিয়ে ধ্বন্দ্বে বনদপ্তর। তবে স্থানীয়দের একাংশের অনুমান ইলেকট্রিক শকে মৃত্যু হয়েছে হাতিটির। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, পাশে একটি পুকুর ও পোলট্রি হ্যাচারি রয়েছে। পুকুরে মাছ চাষ করে। মাছ চুরি আটকাতে আলোর ব্যবস্থা করা হয় গ্রাম থেকে বিদ্যুতের তার টেনে।

সেখান থেকেও শক খেয়ে মৃত্যু হতে পারে। আবার অনেকের অনুমান বার্ধক্য জনিত কারণে মৃত্যু হতে পারে। কেউ আবার বলছেন ওই জঙ্গলে অন্য আরেকটি পাল হাতি রয়েছে। ফলে এলাকা দখল নিয়ে দুটি পালের মধ্যে লড়াই বাঁধতে পারে। মৃত হাতিটির শুঁড়ে একটি ক্ষতের দাগ রয়েছে। সব মিলিয়ে আপাতত মৃত্যুর কারণ নিয়ে ধ্বন্দ্বে বনদপ্তর। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, ওই জঙ্গলে দুটি হাতির পাল রয়েছে। ফলে মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। ময়নাতদন্তের পর জানা যাবে।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.