coronavirus, covid-19, soumen mahapatra
পত্রিকা প্রতিনিধি: করোনা আক্রান্ত হচ্ছেন তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতা, বিধায়ক, মন্ত্রী। আক্রান্ত দুজন বিধায়কের মৃত্যু হয়েছে এ বার আক্রান্ত হলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পরিবেশ দফতরের মন্ত্রী সৌমেন মহাপাত্র । শনিবার রাতে তিনি পাঁশকুড়ার কোভিড হাসপাতালে অ্যন্টিজেন পরীক্ষা করালে রবিবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। কোভিড পরিস্থিতিতে তিনি মানুষের পাশে থেকে বিভিন্ন জায়গায় সরেজমিনে পরিদর্শন করেন। এছাড়াও সপ্তাহের দু দিন নিয়ম করে সাধারণ মানুষের সমস্যার সমাধানের জন্য তাদের সাথে সাক্ষাৎও করতেন। কিভাবে কার সংস্পর্শে এসে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন তা এখনও স্পষ্ট । যদিও বিশেষ সুত্রের খবর, পশ্চিম মেদিনীপুরের পিংলার বিধায়ক তথা বর্তমানে জনস্বাস্থ্য কারিগরি ও পরিবেশ দফতরের মন্ত্রী সৌমেন মহাপাত্র নিজের মালিকাধীন একটি বেসরকারি স্কুলের অফিসের গেস্ট রুমেই হোম কোয়ারেন্টাইন থাকবেন । coronavirus
আরও পড়ুন- এগরায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে মৃত ১, আহত ২০ জন
কিছুদিন আগেই কোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন এগরা বিধানসভা তৃণমূল কংগ্রেস বিধায়ক সমরেশ দাস সোমবার ভোর সওয়া চারটে নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করান তিনি। জানা গিয়েছে সমরেশবাবুর হাঁপানিসহ কোমরবিডিটি ছিল। তিনি বলা গিরিজা সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যানও ছিলেন এর আগে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ করোণা আক্রান্ত হয়ে প্রয়াত হন ।তৃণমূল কংগ্রেসের একাধিক মন্ত্রী বিধায়ক ও জনপ্রতিনিধি করোনার আক্রান্ত হয়েছেন ।
মন্ত্রী সৌমেনবাবু গত কয়েক দিন জেলার বিভিন্ন জায়গায় করোনা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন ফলে সংস্পর্শে এসেছেন নানা জনের আপাতত তাই গত কয়েকদিনে মন্ত্রী সৌমেন মহাপাত্র কার কার সংস্পর্শে এসেছেন তা খতিয়ে দেখা হচ্ছে তাঁদের প্রত্যেককেই কোয়ারেন্টাইন যাওয়ার নির্দেশ দেওয়া হবে ।
আরও পড়ুন- বেলদায় ভেঙে দেওয়া হল বিজেপির পার্টি অফিস
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi