বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন :
মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনায় রাজ্য সরকারের ভূমিকার প্রতিবাদে মেদিনীপুর শহরে মিছিল করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির পতাকা ছাড়াই জাতীয় পতাকা নিয়ে বিদ্বজনদের ব্যানারে মিছিল করে। কিন্তু তাতেও এলেন না বিদ্বজনেরা৷ পুরো জেলা থেকে হাজার খানেক বিজেপি কর্মী সমর্থক নিয়ে মেদিনীপুর শহরে রিং রোড পরিক্রমা করলেন শুভেন্দু অধিকারী। সেই সাথে বিচারের রায় নিয়ে সম্প্রতি করা মুখ্যমন্ত্রী ও শাসক দলের বিভিন্ন মন্তব্যকে ‘ড্রামা’ বলে কটাক্ষ করলেন।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here
২/৫. আরজিকর ইস্যুতে রাজনৈতিক ঐক্য :
আরজিকর ইস্যুতে পশ্চিম মেদিনীপুরে প্রতিবাদ মিছিল করেছিল বাম ও বিজেপি, কংগ্রেস সকলেই৷ নিজেদের রাজনৈতিক পতাকা ফেলে অরাজনৈতিক ব্যানারে ঐক্যবদ্ধ হয়ে তখন থেকে প্রতিবাদ করছিল। ভিড়ও হয়েছিল তাতে। এবার মেদিনীপুর হাসপাতাল কান্ডে চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করতে দলের পতাকা সরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী ৷
৩/৫. মেদিনীপুর হাসপাতাল কান্ডে প্রতিবাদ মিছিল :
সাধারণ মানুষকে পাশে পেতে বিদ্বজনদের প্রতিবাদ মিছিল নাম দিয়ে মিছিলের আয়োজন করা হয়েছিল মঙ্গলবার বেলা বারোটা নাগাদ মেদিনীপুর শহরে। তাতেও জেলা জুড়ে বিজেপি কর্মীরা এলেন মাত্র হাজার খানেক ৷ এলেন না কোনো বিদ্বজন বা সাধারণ মানুষ। ভিড় জমালেন বিজেপি নেতা কর্মীরা। বিজেপির পতাকা ছেড়ে জাতীয় পতাকা হাতে নিয়ে বিজেপি কর্মীরা মেদিনীপুর হাসপাতাল কাণ্ডে রাজ্য সরকারের ভূমিকার প্রতিবাদ করে মিছিল করেন। সামনে ছিলেন শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন : Midnapore Hospital : মেদিনীপুর হাসপাতালে ফের বিষাক্ত স্যালাইন, প্রসূতির পর এবার শিশু মৃত্যু
৪/৫. মেদিনীপুর হাসপাতালে চিকিৎসা বিভ্রাটে প্রাণহানি :
গত ৮ জানুয়ারি রাতে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা বিভ্রাটে পাঁচ প্রসূতি অসুস্থ হয়ে গিয়েছিলেন। এর মধ্যে এক প্রসূতি ও এক সদ্যোজাতের মৃত্যু হয়েছে। তিনজন আশঙ্কাজনক অবস্থায় এখনো চিকিৎসাধীন এসএসকেএম-এ। এই ঘটনায় সিনিয়র চিকিৎসকদের অনুপস্থিতিতে জুনিয়র চিকিৎসকদের ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। রাজ্য স্বাস্থ্যদপ্তর ও সিআইডির যৌথ তদন্ত রিপোর্টে ১৩ জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে। তারপরই বিভিন্ন মহলে প্রতিবাদের ঝড়।
৫/৫. সাসপেনশন প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ আন্দোলন:
ইতিমধ্যে এই ইস্যুতে তাদের উপর থেকে সাসপেনশন প্রত্যাহারের দাবিতে জুনিয়র ডাক্তাররা ধর্না অবস্থান জারি রেখেছেন মেদিনীপুর মেডিকেলে। বিভিন্ন চিকিৎসকদের সংগঠনও তাদের পাশে দাঁড়িয়েছে। শুভেন্দু অধিকারী বলেন, “বিষাক্ত স্যালাইন কোম্পানিকে আড়াল করতে, চিকিৎসকদের সাসপেন্ড করেছে। এটা গর্হিত অপরাধ রাজ্য সরকারের।”
আরও পড়ুন : Medinipur Hospital : সিআইডি তদন্ত হোক, তার আগে স্ত্রী যেন সুস্থ হয়ে ওঠে, দাবি অসুস্থ প্রসূতির স্বামীর
আরও পড়ুন : Midnapore Hospital : মেদিনীপুর হাসপাতালে ফের বিষাক্ত স্যালাইন, প্রসূতির পর এবার শিশু মৃত্যু
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Shuvendu Protest March
#Shuvendu Adhikari Rally #Shuvendu-led DemonstrationProtest March by Shuvendu #Adhikari Shuvendu’s Protest Rally
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper