ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : একদিনের হালকা বৃষ্টিতেই রাস্তা বেহাল। রাস্তার দশা এতটাই খারাপ যে এই রাস্তা দিয়ে যাতায়াতকারী সকলেরই নাজেহাল অবস্থা। খানা-খন্দে ভরে রয়েছে প্রায় ৫ কিমি জনবহুল রাস্তা। একদিনের বৃষ্টিতেই যাতায়াতের অযোগ্য হয়ে উঠেছে রাস্তাটি। এমনই অবস্থা ঘাটালের শ্রীমন্তপুর থেকে কামারডাঙ্গা পর্যন্ত একটি রাস্তার। রাস্তার বেহাল অবস্থায় তীব্র ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Hereবাঁদরের কামড়ে মেদিনীপুর সদরে জখম যুবক, ভর্তি হাসপাতালে
ওই এলাকার শ্রীমন্তপুর, কামারডাঙ্গা, কোমরা ও আনন্দপুর সহ প্রায় কুড়িটি গ্রামের মানুষ এই রাস্তার উপর নির্ভরশীল। একসুরে এলাকার মানুষ জানাচ্ছেন, রাস্তার বেহাল দশা নিয়ে এলাকার খবর কেউ রাখেনা। দিদির সুরক্ষা কবচ এখানে পৌঁছায় না। গত বছর থেকে বৃষ্টি হলেই হাঁটু সমান কাদার উপর দিয়েই নিত্য কাজে রাস্তা চলতে হয় কয়েক হাজার মানুষকে। গত বর্ষার তিক্ত অভিজ্ঞতা বলতে গিয়ে শাসকদল ও প্রশাসনকে ক্ষোভের কাঁটায় বিঁধতে দ্বিধাবোধ করেননি এলাকার মহিলারাও।
Ghatal
ওই এলাকার বাসিন্দা শঙ্কর চক্রবর্তী, লক্ষ্মী দিগার ও শিখা চক্রবর্তী সহ অনেকেই জানাচ্ছেন,বৃষ্টি হলেই রাস্তা দিয়ে চলতে পারেন না তাঁরা।সমস্যায় ভোগে এলাকার স্কুল পড়ুয়ারাও। তাঁরা আরও জানান,আগামী পঞ্চায়েত ভোটে এর বিরূপ প্রতিক্রিয়া পড়বে। রাস্তার বেহাল দশার অবস্থা শিকার করে নিয়ে এলাকার গ্রাম পঞ্চায়েত মেম্বার সুভাষ মান্না বলেন, বার বার বিভিন্ন মহলে দরবার করেও কোনও সুরাহা মেলেনি। খুব সমস্যায় ভুগছেন এলাকার মানুষ।
আরও পড়ুন : পঞ্চায়েত ভোটের প্রস্তুতির দিকে এগোচ্ছে প্রশাসনিক মহল! ভোটকর্মীদের তালিকা প্রস্তুতিতে জেলা প্রশাসন
তবে এই বিষয়ে পঞ্চায়েত মেম্বার দায় চাপিয়েছেন সেচ দপ্তরের উপর। জানা গেছে, বছর দুই আগে সেচ দপ্তরের পক্ষ থেকে নদীবাঁধ মেরামতের কাজ হয়েছিল। রাস্তাটি বাঁধ বরাবর হওয়ায় ওই রাস্তা মেরামতের দায়িত্ব বাঁধ মেরামতের ঠিকাদার সংস্থার উপরেই ছিল। কিন্তু ঠিকাদার সংস্থা সেই কাজ অসম্পূর্ণ অবস্থায় রেখে দিয়েছে। এই নদীবাঁধ এলাকাটি ঘাটাল ব্লকের মধ্যে পড়লেও বাঁধের কাজ আরামবাগ সেচ দপ্তরের অধীনে করা হয়েছিল বলে জানা গেছে।
কিন্তু যে ঠিকাদার সংস্থা এর কাজ করেছিল তাঁরা কাজ সম্পূর্ণ না করার জন্যই এই ভোগান্তির শিকার হতে হচ্ছে এলাকার মানুষকে। অপরদিকে, এই বিষয়টা নিয়ে ঘাটাল প্রশাসন জানলেও তাঁরা কার্যত নীরব বলে জানান এলাকাবাসী। এ বিষয়ে ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ মাজি বলেন ,ওই এলাকার রাস্তাটি খারাপ আছে বলে শুনেছি। খুব শীঘ্রই তা মেরামত করার ব্যবস্থা হবে।
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে শিকারিদের পথ আটকে ফেরত পাঠাল বনকর্মী ও পুলিশ! জঙ্গল পথে টহল
আরও পড়ুন : বাঁদরের কামড়ে মেদিনীপুর সদরে জখম যুবক, ভর্তি হাসপাতালে
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Ghatal
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper