বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : শালবনীতে দুটি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল একজনের, আহত ১৫ জন। প্রথম দুর্ঘটনাটি ঘটে রবিবার রাত একটা নাগাদ ভাদুতলা এলাকায়। জানা গিয়েছে, শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স রোগী ছেড়ে দিয়ে ফিরছিল। তাতে তিনজন ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে ভাদুতলায় জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে ধাক্কা মারে। স্থানীয় এবং অন্যান্য মানুষজন পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাদের উদ্ধার করে শালবনী হাসপাতালে নিয়ে গেলে চালকের পাশে বসে থাকা যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গুরুতর আহত হয়েছেন চালকও। তাকে কলকাতা স্থানান্তরিত করা হয়েছে। আরেক যুবক শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম সুশান্ত ভুঁইয়া। বাড়ি শালবনীর চকতারিণী এলাকায়।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

অন্যদিকে লালগড় থেকে যাত্রী ভর্তি করে বেসরকারি বাস বেপরোয়া গতিতে আসছিল মেদিনীপুরের দিকে। ভাদুতলা রেলওয়ে ক্রসিংয়ের রেলগেট পড়ছিল। রেলগেট পড়তে দেখে সামনে থাকা মারুতি ভ্যান সহ বেশ কয়েকটি গাড়ি দাঁড়িয়ে পড়ে। কিন্তু বেপরোয়া বাসের চালক দ্রুতগতিতে তা পার হয়ে চলে যাবে মনে করে সোজা এসে ধাক্কা মারে মারুতির পেছনে। তারপরেও গতি নিয়ন্ত্রণ করতে না পেরে বাসটি গিয়ে ধাক্কা মারে রেল ক্রসিংয়ের পিলারে।
আরও পড়ুন : “মার্কিনী টাকায় উগ্রবাদী তৈরি হচ্ছে দক্ষিণ এশিয়াকে বিপদে ফেলার জন্য” : সেলিম
রবিবার সকাল দশটা নাগাদ এই দুর্ঘটনাতে চরম বিভ্রাট সৃষ্টি হয় ভাদুতলায়। দুটি গাড়িতে থাকা প্রায় ১৩ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শালবনী থানার পুলিশ। পুলিশ ও স্থানীয়রা সকলকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠান মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনার পরেই চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। সামনের মারুতির মধ্যে থাকা এক ছাত্র আহত হয়েছে।
আরও পড়ুন : শিকার নয়, সেন্দরাতে ব্যাঘাত! রেঞ্জ অফিসে বিক্ষোভ
ওই ছাত্র একটি পরীক্ষার জন্য মেদিনীপুরে আসছিল। বাসের ভেতরে থাকা যাত্রীরাও অনেকেই কমবেশি আহত হয়েছেন। বাসযাত্রী অজিত নন্দী বলেন, “বাসটি দ্রুতগতিতে আসছিল। যে কারণে এই দুর্ঘটনা ঘটেছে। বাসের ভেতরে কমবেশি অনেকেই আহত হয়েছেন। আমার নিজেরও মাথায় চোট লেগেছে। বাসের গতিবেগ অনেক বেশি ছিল।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Salboni Accident
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper