0
পত্রিকা প্রতিনিধিঃ ‘বাংলার লজ্জা মমতা’ ফেসবুক পেজ খুলে গ্রেফতার হয়েছিলেন কেশপুর কলেজের এস এফ আই নেতা সেক সাফিকুল। রবিবার তাঁর জামিন হয়। জামিনে মুখ হওয়ায় সেক সফিকুলকে মালা পরিয়ে উল্লাস প্রকাশ করেন এস এফ আই নেতা কর্মীরা। কেশপুর কলেজের এস এফ আই ইউনিট সভাপতি সেক সাফিকূল ঐ নামে একটি ফেসবুক পেজ খোলেন। এই খবর যায় পুলিশের কাছেও। এরপর শনিবার গ্রেফতার হন তিনি। ধৃতের একদিন পুলিশ হেফজত হওয়ার পর রবিবার তাঁর জামিন হয়। সাফিকুল বলেন, এই রাজ্য সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করছে এর বিরুদ্ধে লাগাতার আন্দোলন চলবে। জামিন মুক্ত হওয়ার পর এস এস আই-এর প্রসেঞ্জিৎ মুদি, সুব্রত চক্রবর্তীরা তাঁকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেন।