পত্রিকা প্রতিনিধি : ভারত সরকারের তরফে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেসব ট্রেন গুলো আসছে, তার মোট সময় ও গন্তব্য অধিকাংশ ক্ষেত্রেই দিশাহীন। পাটনা যাওয়ার ট্রেন পুরুলিয়াতে দাঁড়িয়ে গিয়ে কখনও শিরোনামে আসে আবার মুজজফপুর আসতে গুজরাট থেকে ৪৫ ঘন্টা সময় নিয়ে দেশকে কাঁদিয়ে দেয় মৃত মায়ের সাথে ছেলের খেলা করার দৃশ্য। জল, খাবারের অভাব এই দিশাহীন ভারতীয় রেলের একটি অঙ্গ, আজ দক্ষিণ ভারতের গোদাবরী জেলার থেকে আগত একটি নার্সিং কলেজের ছাত্র ছাত্রীরা জঙ্গলমহলের শালবনী রেল স্টেশনে নামতে বাধ্য হয়, রেলের খামখেয়ালী পনার জন্য। মালদা গামী এই ট্রেনের শালবনীতে নেমে পড়া ৪৫ জন ছাত্র ছাত্রীদের বাড়ী ছিলো দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা ও বাঁকুড়ায়। শালবনী স্টেশনে নামার পর কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় ছাত্র ছাত্রীদের সহায় আসে শালবনী ব্লক তৃনমুল কংগ্রেসের হেল্পলাইন টি। শালবনীর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সন্দীপ সিংহের ব্যাক্তিগত নজরদারিতে চলা এই হেল্পলাইনের সন্ধান স্থানীয় সূত্রে পেয়ে ছাত্র ছাত্রী রা যোগাযোগ করে। সন্দীপ বাবু যোগাযোগ করেন ব্লক তৃনমুল সভাপতি নেপাল সিংহ ও শালবনী থানার ভারপ্রাপ্ত আধিকারিক গোপাল বিশ্বাসের সঙ্গে, ফল ও হয় সঙ্গে সঙ্গেই। পুলিশের উদ্যোগে সরকারি বাস ছাত্র ছাত্রীদেড় নিজেদের নিয়ে গন্তব্যে যায়, ততক্ষণে ব্লক তৃনমুল যুব কংগ্রেসের কাঞ্চন ডাঙ্গর, দীনেশ জানা ও শুভেন্দু ধল ওদের জন্য জল ও শুকনো খাবারের ব্যাবস্থাও করে দিয়েছে
দক্ষিণ ভারতের নার্সিং ছাত্রছাত্রীরা ভুল করে শালবনি স্টেশনে নেমে বিপাকে
You Might Also Like
Biplabi Sabyasachi
- Advertisement -