Home » Salboni ITI : শালবনী আই টি আইতে রেশমি কোম্পানির ক্যাম্পাসিং, চাকরি হলো শতাধিক ছেলে মেয়ের

Salboni ITI : শালবনী আই টি আইতে রেশমি কোম্পানির ক্যাম্পাসিং, চাকরি হলো শতাধিক ছেলে মেয়ের

by Biplabi Sabyasachi
0 comments

বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বর্তমান সমাজে বেকার সমস্যা একটি বড় সামাজিক সমস্যা এবার সেই বেকার সমস্যা কাটাতে উদ্যোগী হলো রেশমি গ্রুপ ও শালবনী ব্লকের আইটিআই কলেজ। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর রেশমি কোম্পানির উদ্যোগে শালবনির বাকিবাঁধ গ্রাম পঞ্চায়েতের প্রাইভেট আইটিআই তে আয়োজিত হল বিশেষ জব ক্যাম্পাসিং ও জব প্রদান কর্মসূচি। পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া এমনকি অন্যান্য রাজ্য থেকেও অনেক বেকার ছেলে এই ক্যাম্পাসিং এ অংশগ্রহণ করেন।

আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :

For WhatsApp Group 1: Click Here

For WhatsApp Group 2: Click Here

Salboni ITI

মূলত 18 থেকে 23 বছরের মধ্যে ছাত্র-ছাত্রীদের জব দিতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন আইটিআই কলেজের চেয়ারম্যান। ইলেকট্রিশিয়ান ফিটার থেকে শুরু করে বিভিন্ন রকমের জব এর ডালি নিয়ে হাজির ছিলেন খড়গপুর রেশমি কোম্পানির উদ্যোক্তারা। প্রচুর ছাত্র-ছাত্রীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজ ও আগামীকাল এই ক্যাম্পাসিংটি দুদিন চলবে বলে জানানো হয়েছে উদ্যোক্তাদের তরফে। এখানে ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণের পাশাপাশি কিভাবে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হয় সেই সমস্ত কিছুই যেমন শেখানো হয় তেমন সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে কোম্পানিতে যোগ দেবার সুযোগেরও ব্যবস্থা ছিল।

আরও পড়ুন : ফুটপাত দখলমুক্ত করতে নামলো পুলিশ ও পৌরসভা

আরও পড়ুন : বনদপ্তরের অনুমতি ছাড়াই মহিলা কলেজে গাছ কেটে পরিবহনের অভিযোগ

Salboni ITI

Salboni ITI

প্রসঙ্গত উল্লেখ্য সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জেলায় জেলায় চলছে জবফেয়ার মেলা এদিন শালবনী প্রাইভেট আইটিআই ও খড়্গপুর রেশমী কোম্পানির যৌথ উদ্যোগে এই শিবিকে কোথাও সেই জব ফেয়ারের নকল প্রতিলিপি মনে করছেন অনেকে। অবশ্য বিষয়টিতে কোন রকম তেমন কিছুর যোগ নেই বলে জানিয়েছেন শালবনি প্রাইভেট আই টি আই কলেজের তরফে। এমনকি এই কলেজে পড়া ছাত্র-ছাত্রীদের কোনরকম বিশেষ সুযোগ-সুবিধাও দেওয়া হবে না যোগ্যতার ভিত্তিতে নিয়োগ এবং সবকিছু হবে একদম স্বচ্ছ পদ্ধতিতে। স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন রেশমি ও শালবনি প্রাইভেট আইটিআই কলেজ কর্তৃপক্ষ।

প্রথম দিন প্রায় 570 জন ছাত্রছাত্রীর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে বলে জানা গেছে রেশমি গ্রুপের পক্ষ থেকে। সেই সাথে তাদের পক্ষ থেকে আরো জানানো হয়েছে এখানে ইন্টারভিউতে যারা অংশগ্রহণ করছে সকলে তথ্য এবং বায়োডাটা আমরা সংগ্রহ করে রাখলাম ভবিষ্যতে এই তথ্য আমাদের কাজে আসবে। এবং এই ইন্টারভিউতে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের অগ্রাধিকার থাকবে। যেকোনো ছাত্রছাত্রী পৃথিবীর যে কোন প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে এই ক্যাম্পাসিং-এ অংশগ্রহণ করতে পারেন বলে জানিয়েছেন শালবনি প্রাইভেট আইটিআই কলেজের প্লেসমেন্ট সেলের প্রধান উদয় ডাঙ্গর। ছাত্র-ছাত্রীদের আসতে আহ্বান জানিয়েছেন কলেজের প্রিন্সিপালও শুভম গোস্বামী।

আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার

আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Salboni ITI

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.