Home » শালবনি করোনা হাসপাতালে চিকিৎসা পরিষেবার উন্নয়নে নিয়োগ ৫ চিকিৎসক , জানালেন জেলা স্বাস্থ্যকর্তা

শালবনি করোনা হাসপাতালে চিকিৎসা পরিষেবার উন্নয়নে নিয়োগ ৫ চিকিৎসক , জানালেন জেলা স্বাস্থ্যকর্তা

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি: শালবনি করোনা হাসপাতালের চিকিত্সা পরিষেবার মান আরও উন্নত করার জন্য নতুন পাঁচ জন চিকিৎসক নিয়োগ করা হয়েছে। ওই চিকিৎসকদের মধ্যে তিনজন সিসিইউ বিশেষজ্ঞ রয়েছেন বলে জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক নিমাইচন্দ্র মণ্ডল জানিয়েছেন। তিনি জানিয়েছেন ওই হাসপাতালে মৃতদেহ সংরক্ষণের জন্য চালু করা হয়েছে শীততাপ নিয়ন্ত্রিত বিশেষ কুলার চেম্বার। Covid, Covid

আরও পড়ুন– এগরায় মোটরবাইকের সঙ্গে সুইফট ডিজার গাড়ির মুখোমুখি সংঘর্ষ,আহত ১

ফাইল চিত্র

করোনা রোগীর মৃত্যুর পর তা প্রয়োজনে সংরক্ষণ করে রাখা হবে কুলিং চেম্বার তা ছাড়া কোনো রোগীর ময়না তদন্তের প্রয়োজন হলে ওই চেম্বারের সংরক্ষণ করে রাখা যাবে। শনিবার থেকেই শীততাপ নিয়ন্ত্রিত চারটি কুলার চেম্বার চালু করা হয়েছে বলে নিমাইবাবু জানিয়েছেন। উল্লেখ্য ওই করোনা হাসপাতালের চিকিৎসা পরিষেবা ও পরিকাঠামো নিয়ে বিভিন্ন অভিযোগ ওঠার পর রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রতিনিধি দল এসেছিলেন। সেই প্রতিনিধি দল ওই হাসপাতালের নানা দিক খতিয়ে দেখে যান তারপর শালবনির করোনা হাসপাতালের উন্নয়নের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়। সেই মতো চিকিৎসকদের নিয়োগ করা হয়েছে বাড়ানো হয়েছে। পরিকাঠামো শ্বাসকষ্ট জনিত রোগীদের সুচিকিৎসা দেওয়ার জন্য আধুনিক যন্ত্রপাতি বসানো হয়েছে ।নতুন করে সিসিইউ বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়োগ করায় চিকিৎসার মান অনেকটাই বেড়ে গিয়েছে বলে স্বাস্থ্য দফতরের কর্তারা জানিয়েছেন। এই হাসপাতালটি জিন্দাল গোষ্ঠীর কাছ থেকে নিয়ে রাজ্য সরকার চালাচ্ছে শুধুমাত্র করোনা রোগীদের ভর্তি করে চিকিৎসা করা হচ্ছে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.