পত্রিকা প্রতিনিধি: জেলা স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে আবারও নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ জন। সম্প্রতি একই পরিবারের ৭ সদস্যের মধ্যে ৬ জন আক্রান্ত হয়েছে বলে জানা যায়। তাঁরা প্রত্যেকেই সবংয়ের লুটুনিয়া অঞ্চলের ১ নং দেভোগ গ্রাম পঞ্চায়েতের তেমাথানীর বাসিন্দা বলে জানা যায়। পরিবার সূত্রের খবর সম্প্রতি পরিবারের এক ১২ বছর বয়সী কিশোর (সম্পূর্ণ দৃষ্টিশক্তিহীন) ও ৩৮ বছর বয়সী ব্যক্তির কোভিড রিপোর্ট পজিটিভ আসে। এরা দুজনই উপসর্গহীন হওয়ায় বাড়িতেই হোম আইসোলেশনে ছিলেন। পরে স্বাস্থ্য দফতরের তৎপরতায় ডেবরা কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয়।এরপরই গত ১৪ আগস্ট পরিবারের বাকীজনের লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে রবিবার রাতেই ৪ জনের করোনা রিপোর্ট পজিটিভ (বৃদ্ধা-৬৯, মহিলা-৪০, পুরুষ-৪০, কিশোরী ১১) আসে।
অপরদিকে সবংয়ের বলপাই ৯ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় এক বৃদ্ধা (৭০) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। পরিবার সূত্রের খবর ওই বৃদ্ধার বড়ো ছেলে কলকাতার প্রাইভেট হোসিয়ারী কোম্পানীতে কাজ করতেন। সম্প্রতি তিনি বাড়ি ফিরে আসার পর কোভিড আক্রান্ত হন। নিয়মমতো পরিবারের সব সদস্যদের লালারসের নমুনা সংগ্রহ করে গত ১৪ আগস্ট পরীক্ষার জন্য পাঠালে রবিবার রাতে ওই ব্যক্তির মায়ের কোভিড রিপোর্ট পজিটিভ আসে। রাতেই ওই বৃদ্ধাকে শালবনীর কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
1