ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা রাস্তার। প্রশাসন সারাইয়ের কোন পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। একাধিকবার অবরোধ বিক্ষোভের পরেও একই অবস্থা মেদিনীপুর শহরের বাইপাস রাস্তার। রাস্তার ধুলোয় ঢেকেছে বাড়িঘর, গাছপালা। যার কারণে রোগে আক্রান্ত অনেকে।
ঘটনাটি মেদিনীপুর শহর সংলগ্ন গোলাপী চক এলাকায়। মেদিনীপুর শহরে প্রবেশ না করে ভারী গাড়ি এই বাইপাস রাস্তা দিয়ে পাশ করানো হয়। আর দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা। প্রশাসনকে জানানো হয়েছে, অবরোধ বিক্ষোভও হয়েছে। শুধুই প্রতিশ্রুতি মিলেছে প্রশাসনের পক্ষ থেকে। এবার প্রতিশ্রুতি নয়, রাস্তা সারাইয়ের জোরালো দাবিতে অবরোধে নামলেন বাসিন্দারা।
বেলা ১১ টা থেকে রাস্তায় বাঁশ বেঁধে অবরোধ শুরু করেন। অবরোধস্থলে হাড়িকড়া নিয়ে এসে মহিলারা রান্নারও তোড়জোড় করেন। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে গুড়গুড়িপাল থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা বলেন, পিচ রাস্তা হলেও বেহাল হয়ে গিয়েছিল বহুদিন। মেরামত করতে ইট দিয়ে গর্ত বুজিয়ে ফেলা হয়েছিল।
আর সেই ইট গুড়ো হয়ে প্রচণ্ড ধুলা তৈরি হয়েছে। সেই ধুলায় এলাকা ঢেকে পড়ছে। রোগেও আক্রান্ত হচ্ছে অনেকে। প্রশাসনকে জানিও কোন সুরাহা হয়নি। যদিও বেলা দুটোর পর পুলিশ প্রশাসনের অনুরোধে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। তবে দ্রুত রাস্তা সারাই না হলে অনির্দিষ্টকালের জন্য অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন বাসিন্দারা।