পত্রিকা প্রতিনিধি : তমলুক ময়না রাজ্য সড়কে আবারো পথ দুর্ঘটনায় আহত হয়েছেন এক বাইক আরোহী।ঘটনাটি ঘটেছে শুক্রবার তমলুক ব্লকের সাউতানচক এলাকায় ।জানা যায় তমলুক ময়না রাজ্য সড়কে দুটি দ্রুত গতি সম্পন্ন মাছের গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে।গাড়িদুটির গতিবেগ খুব বেশি ছিল বলেও জানা যায়।ওই গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষে আহত হয় একটি বাইক আরোহী।গাড়ি দুটির গতিবেগ বেশি থাকায় সংঘর্ষের পর ওই বাইক আরোহীকে ধাক্কা মেরে পালিয়ে যায়। Tamluk Accident, Tamluk Accident
আরও পড়ুন- মেদিনীপুর সদরে অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিবস্ত্র মৃতদেহ উদ্ধার
স্থানীয় গ্রামবাসীরা ওই আহত বাইক আরোহীকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়।তবে সেই রকম গুরুতর আহত হননি।ডাক্তার চিকিৎসার পর ওই ব্যক্তিটিকে ছেড়ে দেন। স্থানীয়দের অভিযোগ রাজ্য সড়ক দিয়ে প্রতিনিয়তই মাছের গাড়িগুলি দ্রুত গতিতে যাতায়াত করার ফলে প্রায়শই ছোটবড়ো দুর্ঘটনা ঘটে থাকে।তবে মুখোমুখি সংঘর্ষ হওয়া গাড়িদুটির চালক ও খালাশি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।যার জেরে বেশ কিছুক্ষণ রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে।পরে পুলিশ এসে যানচলাচলকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে নিয়ে আসে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi