বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : সুবর্ণরেখার গ্রাসে বিপন্ন ঝাড়গ্রামের মালিঞ্চা গ্রাম, আতঙ্কে প্রায় ২৫০ পরিবার, দাবি দ্রুত পাড় বাঁধার। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-২ নম্বর ব্লকের মালিঞ্চা গ্রামে সুবর্ণরেখা নদীর পাড়ে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। নদী পাড় ধসে ধসে ক্রমশই গ্রাম মুখো এগিয়ে আসছে। এই পরিস্থিতিতে ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন প্রায় ২৫০ টি পরিবারের মানুষজন। গ্রামবাসীদের বক্তব্য অনুযায়ী, ইতিমধ্যে প্রায় ২০ টি বাড়ি নদীর একেবারে ধারে এসে পৌঁছেছে। যেকোনও সময়ে সেগুলি নদীতে ধসে যেতে পারে। গ্রামের একমাত্র খেলার মাঠ ও গ্রামের বড় আমবাগান, গ্রামের একটি পাকার ক্লাব ঘর সম্পূর্ণ নদীতে তলিয়ে গেছে। ধসে পড়েছে বিদ্যুৎ খুঁটি। সম্প্রতি রাজ্যের সেচ মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া এই এলাকায় পরিদর্শনে আসেন। প্রতিশ্রুতি বারবার, কাজ কিছুই হয়নি।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

আরও পড়ুন : বর্ষায় সাপের উপদ্রব মেদিনীপুরে, গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার শতাধিক বিষধর সাপ!
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতি বছর বর্ষার আগে প্রশাসনের তরফে ভাঙ্গন প্রতিরোধের প্রতিশ্রুতি মিললেও বাস্তবে কোনো কাজ শুরু হয়নি। তবে এবারে মন্ত্রীর প্রতিশ্রুতিতে আশায় দিন গুনছেন বাসিন্দারা। দ্রুত পদক্ষেপের দাবি, গ্রামবাসীরা এখন একযোগে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছেন, অবিলম্বে নদীর পাড়ে স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে। এই মুহূর্তে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ছাড়া গ্রামের মানুষদের ভবিষ্যৎ অন্ধকার।

আরও পড়ুন : ভাড়াবাড়িতে উদ্ধার কেশিয়াড়ি বিডিও অফিসের কর্মীর রক্তাক্ত মৃতদেহ
তবে অন্যদিকে ঝাড়খণ্ডের ডিভিসি থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে জল ছাড়ার পরে আতঙ্ক আরো বাড়ছে। নদীর জল যত বাড়ছে ততই বাড়ছে নদীর পাড় ভাঙ্গন।

আরও পড়ুন : যুবকের দেহ উদ্ধার ঘিরে খুনের অভিযোগ, মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ, মামলা রুজু পুলিশের
ক্রমশই গ্রামের দিকে এগিয়েছে আসছে নদী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য কে না জানিয়ে ডিভিসি’র জল লক্ষ লক্ষ কিউসেক জল ছাড়ার কারণে বারংবার সেচার হয়েছে। তার পরেও এ রাজ্যের মানুষকে ভোগান্তি তে পড়তে হচ্ছে। এক দিকে নিম্নচাপের ভারী বৃষ্টি অন্যদিকে প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ড ওড়িশা থেকে জল ছাড়ার কারণে জল বাড়ছে নদীর গুলিতে ফলে ব্যাপক হারে নদীর পাড় ভেঙেছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
River erosion
Biplabi Sabyasachi Largest Bengali Newspape