Midnapore Durga Puja Carnival 2022 : জেলায় জেলায় পুজোর কার্নিভাল এই প্রথম। যা ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। মেদিনীপুর শহরের বটতলাচক থেকে গোলকুঁয়াচকের রাস্তা রঙিন আল্পনায় ভরে উঠেছে। চারিদিক ঝলমল আলোকসজ্জায়, সুসজ্জিত মঞ্চ। ইউনেস্কোর স্বীকৃতির পর প্রথমবার কার্নিভাল। মেদিনীপুর শহরের এই কার্নিভালে অংশ নিয়েছিল ১৭ টি দুর্গাপূজা কমিটি।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : জেলায় জেলায় পুজোর কার্নিভাল এই প্রথম। যা ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। মেদিনীপুর শহরের বটতলাচক থেকে গোলকুঁয়াচকের রাস্তা রঙিন আল্পনায় ভরে উঠেছে। চারিদিক ঝলমল আলোকসজ্জায়, সুসজ্জিত মঞ্চ।
ইউনেস্কোর স্বীকৃতির পর প্রথমবার কার্নিভাল। মেদিনীপুর শহরের এই কার্নিভালে অংশ নিয়েছিল ১৭ টি দুর্গাপূজা কমিটি। শুক্রবার বিকেলে জেলার প্রথম পুজো কার্নিভাল ঘিরে উন্মাদনা। ঐতিহাসিক মেদিনীপুর শহরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের কার্নিভাল এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে। বিসর্জনের শোভাযাত্রার পরিবর্তে জেলায় এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে।
Durga Puja Carnival 2022
এতে অংশগ্রহণে আগ্রহ নেই অনেক পুজো কমিটির। এদিন উপস্থিত ছিলেন, রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, শ্রীকান্ত মাহাত, বিধায়ক অজিত মাইতি, জেলা শাসক আয়েশা রানি এ, জেলা পুলিশ সুপার দীনেশ কুমার, পৌরপ্রধান সৌমেন খান সহ জেলার অন্যান্য বিধায়করা। মহা সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে পূজা কার্নিভাল ২০২২।
জানা গিয়েছে, মেদিনীপুর শহরে আশা করা হয়েছিল অন্তত ৩০ টি পুজো কমিটি যোগ দেওয়ার, কিন্তু যোগ দিয়েছে ১৭ টি পুজো কমিটি। মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া বলেন, “বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। যার কৃতিত্ব মুখ্যমন্ত্রীর। এটা আমাদের কাছে গর্বের। মুখ্যমন্ত্রীর উদ্দীপনায় আজ জেলায় জেলায় পুজোর কার্নিভাল হচ্ছে।”
আরও পড়ুন : নিষিদ্ধ থার্মোকল, শারদোৎসবে হতাশ শিল্পীরা
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে চলন্ত বাসে আগুন, বাসের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আহত ২
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Elephant Attack
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper