Home » Chemistry Research : দাঁতন থেকে দক্ষিণ কোরিয়া ! রসায়ন গবেষনায় বিদেশে ডাক পেলেন পশ্চিম মেদিনীপুরের মিলন

Chemistry Research : দাঁতন থেকে দক্ষিণ কোরিয়া ! রসায়ন গবেষনায় বিদেশে ডাক পেলেন পশ্চিম মেদিনীপুরের মিলন

by Biplabi Sabyasachi
0 comments

Success in Chemistry Research : রসায়ন গবেষণায় সাফল্য পেলেন পশ্চিম মেদিনীপুরে দাঁতনের পুরুণ্ডার (Purunda) মিলন প্রামাণিক। ভুবনেশ্বরের ন্যাশনাল ইনস্টিটিউট সায়েন্স অ্যাডুকেশন এণ্ড রিসার্চ প্রতিষ্ঠান থেকে অধ্যাপক প্রসেনজিত মালের তত্ত্বাবধানে গবেষণা করেছেন।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : রসায়ন গবেষণায় সাফল্য পেলেন পশ্চিম মেদিনীপুরে দাঁতনের পুরুণ্ডার (Purunda) মিলন প্রামাণিক। গত ৩ মে হোমি ভাবা ন্যাশনাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠা দিবসে তিনি পেয়েছেন ‘আউটস্ট্যান্ডিং ডক্টরাল স্টুডেন্ট অ্যাওয়ার্ড ২০২২’। ভুবনেশ্বরের ন্যাশনাল ইনস্টিটিউট সায়েন্স অ্যাডুকেশন এণ্ড রিসার্চ প্রতিষ্ঠান থেকে অধ্যাপক প্রসেনজিত মালের তত্ত্বাবধানে গবেষণা করেছেন।

আরও পড়ুন : দৃষ্টি প্রতিবন্ধকতাকে জয়! মাধ্যমিকে নজরকাড়া সাফল্য পেয়ে শিক্ষক হতে চায় পশ্চিম মেদিনীপুরের শিবা

মিলন প্রামাণিক

তাঁর গবেষণার বিষয় আলোক শক্তি এবং অনুঘটকের বিক্রিয়াকে কাজে লাগিয়ে ওষুধ তৈরির নতুন পথের সন্ধান দেওয়া। ইতিমধ্যেই এ নিয়ে তাঁর গবেষণা এগিয়েছে। তাঁর এই কাজের সফলতার জন্য গত ৩মে হোমি ভাবা ন্যাশনাল ইনস্টিটিউট তাঁকে ‘আউটস্ট্যান্ডিং ডক্টরাল স্টুডেন্ট অ্যাওয়ার্ড’ দিয়েছে। উপস্থিত ছিলেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ। যদিও ওই দিন মুম্বইতে উপস্থিত থাকতে পারেননি মিলন।

আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে উল্টে গেল লিচু গাড়ি, লিচু কুড়োতে ভিড় এলাকাবাসীর

তিনি সোমবার ৬মে বেরিয়েছেন দক্ষিণ কোরিয়ার পুষন ন্যাশনাল ইউনিভার্সিটির উদ্দেশ্যে। তিনি গবেষণার জন্য রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে নিযুক্ত হবেন বিশ্ববিদ্যালয়ে। পরিবার সূত্রে খবর, পরিবার দরিদ্র। বাবা মন্টু প্রামাণিক গৃহ শিক্ষক। মিলনেরা দুই ভাই। দাদা অমিয়ও গৃহ শিক্ষকতা করেন। মিলনের ছোট বয়েস থেকেই গভীর অধ্যবসায় ছিল। বিজ্ঞান নিয়ে পড়ার আগ্রহ তাঁকে এই গবেষণার কাজে ব্রতী করেছে।

মিলন একজন সিন্থেটিক রসায়নবিদ। তাঁর কাজ মাল্টিস্টেপ জৈব সংশ্লেষের মাধ্যমে ম্যাক্রো বা মাইক্রো অণু তৈরি করা। ২০১৬ সাল থেকে তিনি ভুবনেশ্বরের ন্যাশনাল ইনস্টিটিউট সায়েন্স অ্যাডুকেশন এণ্ড রিসার্চ কেন্দ্রের তত্ত্বাবধানে গবেষণার কাজ করছেন। দাঁতনের কোটপাদা হাইস্কুল থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে পড়াশোনা করেন।

আরও পড়ুন : চন্দ্রকোনায় দুই বছরের শিশুর অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি দুর্ঘটনা, তদন্তে পুলিশ

আইআইটি মাদ্রাজ থেকে স্নাতকোত্তর উত্তীর্ণ হওয়ার পর জৈব রসায়ন নিয়ে গবেষণা করেছেন হোমি ভাবা ন্যাশনাল ইনস্টিটিউটের অন্তর্গত ভুবনেশ্বরের ন্যাশনাল ইনস্টিটিউট সায়েন্স অ্যাডুকেশন এণ্ড রিসার্চ কেন্দ্র থেকে। তত্ত্বাবধায়ক হিসেবে পেয়েছেন অধ্যাপক প্রসেনজিত মালকে। চলতি বছরের জানুয়ারিতেই ডিগ্রি অর্জন করেছেন। তারপর চলেছে হাতেকলমে গবেষণা। তিনি বলেন,” মানুষের জন্য গবেষণার কাজ চালিয়ে যেতে চাই। আমাদের জীবনে প্রত্যেকটি প্রয়োজনে রসায়ন যুক্ত।

ওষুধ তৈরিতে নতুন পদ্ধতি যুক্ত করতে চেয়েছি। আলোক শক্তি ও অনুঘটকের বিক্রিয়াকে কাজে লাগিয়ে জৈব যৌগ তৈরির মাধ্যমে অনেক জীবনদায়ী অনেক ওষুধ তৈরি করা যাবে। যার দ্বারা নতুন পদ্ধতিতে ওষুধ তৈরি সম্ভব হবে।” গবেষণা ও সাফল্যে খুশি মিলনের পরিবার। তিরিশ বছর বয়সী মিলনের অসম্ভব জেদ ও অধ্যবসায় তাকে আরও অনেক দূর এগিয়ে দেবে বলে বিশ্বাস পরিবার ও আত্মীয়দের।

আরও পড়ুন : মাধ্যমিকের ফল জেনেই নিখোঁজ পশ্চিম মেদিনীপুরের ছাত্র, হন্যে হয়ে খুঁজছে পরিবার

ছোটবেলা থেকে কষ্ট করেই পড়াশোনা করতে হয়েছে তাকে।। দাদা অমিয় প্রামাণিক বলেন,” ছোট থেকেই ভাইকে দেখেছি বিজ্ঞান নিয়ে বুঁদ হয়ে থাকতে। কঠিন অধ্যবসায় ছিল। তার জেরেই ও সাফল্য পেয়েছে।” তাঁর আগের হাইস্কুলের শিক্ষক শিবশংকর সেনাপতি বলেন,” দরিদ্র পরিবার থেকে ছেলেটি উঠেছে। তার এই সাফল্য মাতৃভূমি দাঁতনকে গর্বিত করেছে। আরও সাফল্য কামনা করি।”

মিলনের বাবা মন্টু বলেন,” ছেলের সাফল্যে ভালো তো লাগছে। গৃহ শিক্ষকতা করে ছেলেকে পড়ানোর চেষ্টা করেছি। অনেকেই সহযোগিতা করেছেন। তাদের কথা ভুলব না।” মিলনের সাফল্যে দাঁতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান বলেন,”দাঁতনের সম্পদ। আমাদের সম্মান বৃদ্ধি করেছে ছেলেটি। আমাদের অহংকার। দরিদ্র পরিবার থেকে অভূতপূর্ব এই সাফল্য। আমরাও তাঁকে সংবর্ধনা দিতে চাই।”

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Chemistry Research

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.