Home » Remal Cyclone : ধেয়ে আসছে রেমাল, জেলা জুড়ে সতর্কবার্তা পুলিশের, সজাগ বনদপ্তর

Remal Cyclone : ধেয়ে আসছে রেমাল, জেলা জুড়ে সতর্কবার্তা পুলিশের, সজাগ বনদপ্তর

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : রেমাল ঘূর্ণিঝড় নিয়ে জেলা জুড়ে সতর্কবার্তা জারি করল জেলা প্রশাসন। এলাকায় এলাকায় মাইকিং পুলিশের পক্ষ থেকে। খোলা হয়েছে কন্ট্রোল রুম। পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিটি থানা এলাকায় সকাল থেকে শুরু হয়েছে এই মাইকিং। জানানো হচ্ছে ঝড়ের সময় বাড়ি থেকে না বেরোনোর। রবিবার সকাল থেকেই রেমাল ঘূর্ণিঝড়ের আভাস পশ্চিম মেদিনীপুরে দেখা গিয়েছে। কোথাও মাঝে মধ্যে হালকা বাতাস ও বৃষ্টি হয়েছে। বিকেল থেকে বৃষ্টির পরিমাণ বেড়েছে।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Remal Cyclone
নিজস্ব চিত্র

সঙ্গে রয়েছে ঝড়ো হাওয়া। বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে রেমাল ঘূর্ণিঝড়। শক্তি বাড়িয়ে তা ক্রমশ এগিয়ে আসছে ভূখণ্ডের দিকে। আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার মাঝরাতেই স্থলভাগে আছড়ে পড়বে রেমাল। বির্পযয় মোকাবিলায় প্রশাসন নানা পদক্ষেপ করেছে। তবে সাধারণ মানুষ যাতে এই ঝড়ের কবলে বিপদে না পড়েন তার জন্য আগে থেকেই মাইকিং করে এলাকায় সতর্কবার্তা পৌঁছে দিল জেলা পুলিশ। রবিবার জেলার আনন্দপুর, নারায়ণগড়, গুড়গুড়িপাল, গড়বেতা, চন্দ্রকোণা টাউন সহ বিভিন্ন থানার পক্ষ থেকে মাইকিং করা হয়েছে এলাকায়।

Remal Cyclone

আরও পড়ুন : ধেয়ে আসছে সাইক্লোন ‘রিমেল’: দিঘা উপকূলে প্রবল জলোচ্ছ্বাস, পর্যটকদের সমুদ্রে নামার নিষেধাজ্ঞা

আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের

ঘূর্ণিঝড় রেমাল-এর কারণে বাতিল করা হয়েছে একগুচ্ছ লোকাল ও দূরপাল্লার ট্রেনও। সতর্ক রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা। খোলা হয়েছে কন্ট্রোল রুম। ঝড়ের কারণে বিদ্যুৎ সরবরাহ জনিত যে কোনও জরুরী প্রয়োজনে কন্ট্রোল রুমে (8900793503 / 8900793504) যোগাযোগ করার কথাও জানানো হয়েছে WBSEDCL বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে। মেদিনীপুর বনবিভাগের পক্ষে থেকে সমস্ত রেঞ্জ অফিসগুলিতে বনকর্মীদের সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি রেঞ্জ অফিসে তৈরি করা হয়েছে কুইক রেসপন্স টিম।

আরও পড়ুন : জেলায় মেয়েদের মধ্যে প্রথম মেদিনীপুর মিশন গার্লসের তনুকা

আরও পড়ুন : মাধ্যমিকে জেলায় প্রথম মেদিনীপুর কলেজিয়েট স্কুলের কৌস্তভ , প্রাপ্ত নম্বর ৬৮৮

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Remal Cyclone

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.