Rain Update
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : প্রবল গরম তার উপর আজ পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। কিন্তু সন্ধ্যা ৬ টা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হতেই পর পর প্রবল বৃষ্টি সহ ঝড় শুরু হতে থাকে। প্রবল হাওয়া ও ঝড়ের সঙ্গে সঙ্গে এলাকা বিদ্যুৎ বিহীন হয়ে পড়ে শহর ও আশেপাশের এলাকা।দিনভর ভ্যাপসা গরমের পর অবশেষে শনিবার বিকেলে বজ্র সহ বৃষ্টিপাত শুরু হয়। তবে আলিপুর আবহাওয়া দফতরের সুত্রে জানা যায়, পরিস্থিতি অনুকূল হচ্ছে। দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন থেকে সাত দিনের মধ্যে ঢুকবে বর্ষা।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
১৮ই জুন থেকে ২০ জুনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। আজ ভারতের মৌসম ভবন জানিয়েছে আগামী চার পাঁচ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু উত্তরবঙ্গের বাকি অংশ এবং দক্ষিণবঙ্গের কিছু অংশে ঢুকে পড়বে। অর্থাৎ আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার এর মধ্যে আগামী সপ্তাহের মাঝামাঝি বর্ষা ঢোকার প্রবল সম্ভাবনা। ১৬ তারিখ উত্তরের ৫ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাষ। মালদহ এবং দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা।
Rain
আরও পড়ুন : রেশমি মেটালিকস কারখানায় শ্রমিক মৃত্যুতে জাতীয় সড়ক অবরোধ বিজেপির
আরও পড়ুন : সময়সীমার আগেই বঙ্গে প্রবেশ বর্ষা কাল, আগামী দিনে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের
দক্ষিণের হাওড়া হুগলি কলকাতা এবং উপকূলের দুই জেলা বাদ দিয়ে বাকি সব জেলায় আজ ও আগামীকাল বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১৬ তারিখ উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণের প্রায় সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায় অনেকটা অংশ জুড়ে বৃষ্টি হবে। ১৬, ১৭ এবং ১৮ তারিখ উত্তরে ভারী এবং দক্ষিণের সমস্ত জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে হাওয়া অফিস। মূলত ১৫ এবং ১৬ তারিখ দক্ষিণের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। সেদিন রাজ্যের কোথাও অস্বস্তিকর তাপপ্রবাহ থাকবে না।
আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার
আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Rain
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper