ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : সকাল থেকেই আকাশের মুখ ভার। শনিবার বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে একাধিক জেলায়। আজও সেই পূর্বাভাস রয়েছে। রবিবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী ২ থেকে ৩ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। বেশি বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের জেলা গুলিতে। তবে এখনই বঙ্গে বর্ষা প্রবেশ করবে না, দক্ষিণবঙ্গে। আরও কয়েকদিন আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে । আপাতত তাপমাত্রার কোনও পরিবর্তন না হলেও ২-৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে আগামী দুদিন পর থেকে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
১০ তারিখের পর দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বর্ষা। জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, আলিপুরদুয়ার এ আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা, তার জেরেই আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা। ৩-৪ তারিখ উত্তর পশ্চিম জেলা গুলিতে বেশি বৃষ্টির পূর্বাভাস। কলকাতার ক্ষেত্রে আগামী ২-৩ দিন বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাপমাত্রা সর্বোচ্চ কলকাতার ক্ষেত্রে থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকছি। দিনের তাপমাত্রা আগামী দু’দিন কোন পরিবর্তন হবে না।
Rain Update
আরও পড়ুন : রেশমি মেটালিকস কারখানায় শ্রমিক মৃত্যুতে জাতীয় সড়ক অবরোধ বিজেপির
আরও পড়ুন : সময়সীমার আগেই বঙ্গে প্রবেশ বর্ষা কাল, আগামী দিনে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের
এরপর থেকে বাড়বে তাপমাত্রা। আর্দ্রতা বেশি থাকার কারণে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হবে। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টায় ৫ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের উঁচু পার্বত্য জেলাগুলো যেমন কালিংপং এবং দার্জিলিঙে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও ৪ তারিখ অর্থাৎ ভোটের গণনার দিন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আর উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার
আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Rain Update
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper