শুক্রবার (১২ জুন) বিশেষ সূত্রের খবর অনুসারে, ঘাটালে মোট ২১ জনের শরীরে করোনার সংক্রমণ ঘটে । এদের মধ্যে ঘাটাল পুরসভার ৪জন,ঘাটাল ব্লক এর ১১জন, দাসপুর ১ ব্লকের ৩ জন, দাসপুর ২ ব্লক এর ৪ জন । ঘাটাল থানার সূত্র অনুসারে শুক্রবার মোট ১৪ জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে।আক্রান্তদের মধ্যে শীতল পুরের একজন ,ইড়াপালা পঞ্চায়েতের গোবিন্দপুর এর একজন ,রানীপুরের একজন,দেওয়ানচক ১ নং দুজন ,দেওয়ানচক ২ নং একজন,মোহনপুরের একজন, বীরসিংহের একজন ,অজবনগর ২ নম্বর একজন ,মনোহরপুর একজন , ঘাটাল পুরসভার ৪ জন রয়েছেন। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায় গত ২৫ মে লালা রস সংগ্রহ করা হলে শুক্রবার দুপুর নাগাদ এদের করোনা রিপোর্ট পজিটিভ আসে। রিপোর্ট আসতে দেরি হওয়ায় এদের পুনরায় লালারসের নমুনা সংগ্রহ করে ঘাটাল মহকুমা হাসপাতালে দ্বিতীয় বার লালারসের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হবে । আক্রান্ত রোগীদের এখনো পর্যন্ত ঘাটাল কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে ।দ্বিতীয় বার করোনার ফল পজিটিভ এলেই মেদিনীপুর করোনা হাসপাতালে স্থানান্তরিত করা হবে বলে জানা যায় স্বাস্থ্য দপ্তর সূত্রে ।
অন্যদিকে খেজুুুরীতে প্রথম করোনা পজিটিভ,আতঙ্ক এলাকায়।পুর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় করোনা পজিটিভ ধরা পড়লেও তালিকা থেকে এতদিন বাদ ছিল নন্দীগ্রামের পাশের বিধানসভা এলাকা খেজুরি।আর সেই খেজুুুরীতেই প্রথম করোনা আক্রান্তের হদিশ মিলল শুক্রবার।
জানা গিয়েছে,খেজুুুরীর প্রথম করোনা আক্রান্ত পাওয়া গেল খেজুরির বোগা গ্ৰামে।খেজুরি বোগার এক যুবকের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়েছে।তাছাড়া ওই যুবক মুম্বই থেকে দুসপ্তাহ আগে নিজের বাড়ি ফিরে এসে কোয়ারেন্টাইনে ছিলেন।এরপর ওই যুবকের গত ৫ই জুন নন্দীগ্রাম স্বাস্থ্যকেন্দ্রে লালা রসের নমুনা সংগ্রহ করা হয়।তারপর আজ তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।এরপর স্বাস্থ্য দপ্তরের কর্মীরা তাকে করোনা হাসপাতালে নিয়ে যায়।এছাড়াও পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পুরসভার ১৩নং ওয়ার্ডে করোনা পজেটিভ পাওয়া গেল এক পরিযায়ী শ্রমিকের শরীরে।জানা গিয়েছে,ওই পরিযায়ী শ্রমিক কর্মসূত্রে মহারাষ্ট্রে থাকতেন।কিন্তু লকডাউনের কারনে চলতি মাসের প্রথম দিকে তিনি নিজের জেলায় ফিরে আসেন।তারপর স্থানীয় কাউন্সিলর এর উদ্যোগে তাকে কাঁথি প্রভাত কুমার কলেজের কোয়ারেন্টাইনে রাখা হয়।এরপর বেশ কয়েকদিন আগে ওই পরিযায়ী শ্রমিকের লালারসের নমুনা সংগ্রহ করে কাঁথি মহকুমা হাসপাতাল।তারপর শুক্রবার ওই পরিযায়ী শ্রমিকের করোনা রিপোর্ট পজিটিভ আসে বলে জানায় স্বাস্থ্য দপ্তর।এরপর সরকারি নির্দেশিকা মেনে ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে পাঁশকুড়া বড়োমা করোনা হাসপাতালে পাঠানো হয়।
গত ৬ জুন নতুন করে ৫ জনের করোনা সংক্রমণ ধরা পড়ে। তবে, সব আতঙ্ক কাটিয়ে গতকাল সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন শেষ করোনা আক্রান্ত ব্যক্তিও। যার ফলে, আপাতত করোনা মুক্ত জেলা ঝাড়গ্রাম।রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে প্রকাশ করা তথ্য অনুযায়ী, শাল জঙ্গলে ঘেরা এই জেলায় করোনা আক্রান্তের সক্রিয় মামলা এই মুহূর্তে শূন্য। গত ৬ মে যে পাঁচজনের করোনা পজিটিভ ধরা পড়েছিল, তারা প্রত্যেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। ফলে, ঝাড়গ্রাম আপাততঃ করোনামুক্ত জেলা। তবে, করোনার বিষয়ে প্রথম থেকেই জেলা স্বাস্থ্য দপ্তরের থেকে কোনরূপ তথ্য প্রকাশ করা হয়নি।রাজ্য স্বাস্থ্য দপ্তরের থেকে পাওয়া তথ্য অনুসারে, এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১১ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১১ জনই। ফলে, এই জেলায় সক্রিয় করোনা আক্রান্ত শূন্য।