yaas Cyclone
আরও পড়ুন ঃ–নন্দীগ্রামে প্রশাসনের উদ্যোগে চালু হচ্ছে নতুন ‘সেফ হোম ‘
পত্রিকা প্রতিনিধিঃ আম্ফানের পর এবার পশ্চিমবঙ্গের বুকে নতুন অশনি সংকেত ভয়াল ভয়ঙ্কর সাইক্লোন যশ।বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। তা ২৪ ঘণ্টার মধ্যেই অতি ভারী নিম্নচাপে পরিণত হবে। এমতাবস্থায় আজ অর্থাৎ সোমবার সকালেই বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণিঝড় ‘যশ’ । আজ, সোমবার রাতের মধ্যেই এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। বুধবার দুপুরে উত্তর বঙ্গোপসাগরে যার গতিবেগ হতে পারে সর্বোচ্চ ১৯০ কিলোমিটার পর্যন্ত। দিঘা থেকে বালেশ্বরের মাঝে এটি স্থলভাগে প্রবেশ করতে পারে বুধবার সকালে। এদিকে, গত বছর আমফানের তাণ্ডবে তছনছ হয়েছিল বাংলার একাংশ। এবার ঘূর্ণিঝড় যশ মোকাবিলায় আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে প্রশাসন।
আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, বাংলা-ওড়িশা উপকূলেই অভিমুখ ঘূর্ণিঝড় ‘যশ’-এর। বুধবার এটি আছড়ে পড়তে পারে সাগর থেকে পারাদ্বীপের মাঝে স্থলভাগে। উত্তর বঙ্গোপসাগরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে পারে ১৬০ থেকে ১৯০ কিলোমিটার পর্যন্ত। এই ঘূর্ণিঝড়ের বিস্তৃতি অনেকটা বেশি বলেই ক্ষতির আশঙ্কা বেশি এলাকায় হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এ পরিস্থিতিতে ২২ মে, শনিবার একটি নিম্নচাপ তৈরি হয় পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। আন্দামান সাগর সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে রবিবার এটি গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়। ক্রমশ এই গভীর নিম্নচাপ আজ, সোমবার সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। তবে পরবর্তী সময়ে রূপ নিতে পারে সুপার সাইক্লোনে
বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। প্রথমে উত্তর ও উত্তর-পশ্চিম অভিমুখ থাকলেও পরে অভিমুখ পরিবর্তন হতে পারে। এখনও পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের যা অভিমুখ, তাতে বাংলা -ওড়িশা উপকূল এলাকাতেই আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা। উত্তর বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড়ের বিস্তৃতি বাংলাদেশ থেকে উত্তর ওড়িশা উপকূল পর্যন্ত হবে। সেক্ষেত্রে সুন্দরবনের সাগরদ্বীপ দিয়েও স্থলভাগে প্রবেশ করতে পারে এই ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের প্রভাব সুন্দরবনের বাংলাদেশ উপকূল থেকে ওড়িশা উপকূল পর্যন্ত বিস্তৃত।
তবে ইতিমধ্যে ঘূর্ণিঝড় যশের প্রভাবে সমুদ্র উত্তাল হবে। বাংলা-ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আর ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল ঝড় ও বৃষ্টিপাতের সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
yaas Cyclone
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore