Home » এগরা পুরসভার উদ্যোগে শুরু হল ভ্যাকসিনেশন ক্যাম্প

এগরা পুরসভার উদ্যোগে শুরু হল ভ্যাকসিনেশন ক্যাম্প

by Biplabi Sabyasachi
0 comments

vaccination camp

আরও পড়ুন ঃপ্রবল বৃষ্টিতে জলমগ্ন ঝাড়গ্রাম , ভোগান্তিতে বাসিন্দারা

শুভম সিংঃ রাজ্যে(State) করোনার (Corona) সংক্রমণ নিম্নমুখী হলেও ভয় বাড়াচ্ছে করোনার তৃতীয় ঢেউ। তবে এই তৃতীয় ঢেউ মোকাবিলার জন্য ইতিমধ্যে কেন্দ্রও রাজ্য সরকারের তরফে বিভিন্ন রকম সর্তকতা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ভ্যাকসিন প্রদান কর্মসূচী শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। তবে রাজ‍্যের বিভিন্ন জেলার কিছু কিছু জায়গায় লক্ষ্য করা গিয়েছে ভ্যাকসিন নেওয়ার কাগজপত্র হাতে নিয়ে লাইনে দাঁড়িয়েও ফিরে যেতে হয়েছে সাধারণ মানুষদের।

আর এই পরিস্থিতিতে পুরবাসীদের কথা মাথায় রেখে ১৮ থেকে ৪৪ বৎসর বয়স পযর্ন্ত মানুষদের জন্য এগরা (Egra) পুরসভার (Municipality) উদ্যোগে ভ্যাকসিনেশন (Vaccine) ক্যাম্পের শুভ সূচনা হল বৃহস্পতিবার। এদিন পুরসভার সভাগৃহে ফিতে কেটে ভ্যাকসিনেশন ক্যাম্পের শুভ সূচনা করেন এগরা(Egra) পুরসভার পুর- প্রশাসক স্বপন নায়েক। সঙ্গে উপস্থিত ছিলেন এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে রোগী কল্যাণ সমিতির সভাপতি বাদল অশ্রু ঘাটা, সমাজসেবী হরিপদ বেরা সহ অন‍্যান‍্য স্বাস্থ্য কর্মীরা।

উল্লেখ্য, এগরা পুরসভাবাসীদের ভ‍্যাকসিন নেওয়ার জন্য এর আগে পুরসভার থেকে ভ‍্যাকসিন গ্ৰহণের কুপন সংগ্রহ করে এগরা (Egra) সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে ভ‍্যাকসিন গ্ৰহণ করতে হতো।আর তাতে একাধিক সমস্যার সম্মুখীন হতো পুরবাসীদের। তাই পুরবাসীদের অসুবিধার কথা মাথায় রেখে এই ভ্যাকসিনেশন ক্যাম্পের সূচনা হয় বলে জানা যাচ্ছে।

নিজস্ব চিত্র

এবিষয়ে এগরা পুরসভার (Municipality) পুর প্রশাসক স্বপন নায়েক বলেন, রাজ‍্যের(State) বিভিন্ন প্রান্তে ভ্যাকসিনেশন (Vaccine) ক্যাম্প (Camp) শুরু হওয়ার পর এগরা পুরসভার (Municipality) মানুষের ভ্যাকসিন প্রদান করার কথা মাথায় রেখে পুরসভার পক্ষ থেকে রাজ‍্য সরকারের কাছে একটি চিঠি প্রদান করা হয়।

তবে পুরসভার জনসংখ্যা তেমন বেশি না হওয়ায় সরকার ভ্যাকসিনেশন ক্যাম্প করার অনুমতি প্রদান করেনি।ফলে এগরা(Egra) পুরসভার বাসিন্দাদের পুরসভা থেকে ভ‍্যাকসিনের কুপন গ্রহণ করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভ্যাকসিন গ্রহণ করতে হতো। আর সেখানে এগরা মহাকুমা বিভিন্ন জায়গার মানুষ এসে ভ‍্যাকসিন গ্রহণ করার ফলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতো পুরবাসীদের। তাই তাদের কথা মাথায় রেখে পুনরায় সরকার’কে জানিয়ে অনুমতি গ্ৰহণ করে পুরসভায় আজ থেকে ভ্যাকসিনেশন ক্যাম্প শুরু করা হল। এই ক্যাম্পে প্রতিদিন স্বাস্থ্যবিধি মেনে ১৮-৪৪ বৎসর বয়সের ১৫০ জন মানুষকে ভ্যাকসিন প্রদান করা হবে। তবে পরবর্তী সময়ে তা পরিস্থিতি বুঝে তা ৪০০ থেকে ৫০০ জন মানুষকে ভ‍্যাকসিন প্রদান করা হতে পারে বলে জানান তিনি।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

vaccination camp

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.