Home » Bomb Recovered : তাজা বোমা নিয়ে চাঞ্চল্য পূর্ব মেদিনীপুরে ময়নার বাকচা এলাকায়

Bomb Recovered : তাজা বোমা নিয়ে চাঞ্চল্য পূর্ব মেদিনীপুরে ময়নার বাকচা এলাকায়

by Biplabi Sabyasachi
0 comments

The agitation centered on the recovered of fresh bombs in the Bakcha area of Maina in East Midnapore

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: ফের তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার অন্তর্গত বাকচা এলাকায়। সূত্রের খবর, বাকচা গ্রাম পঞ্চায়েতের গোবরাদন এলাকার স্থানীয় তৃণমূল নেতা সাহেব ঘড়া-র বাড়ির পেছনে বস্তাভর্তি তাজা বোম দেখতে পায় স্থানীয়রা। খবর দেওয়া হয় ময়না থানার পুলিশকে। ময়না থানার পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর।

আরও পড়ুন:- করোনার দ্বিতীয় ডোজে অনীহা ৩৫ শতাংশের, পশ্চিম মেদিনীপুর জেলায় মোট সক্রিয় রোগীর সংখ্যা ২২১৮

Bomb recovered
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরে শুভেন্দুর বাড়ি শান্তিকুঞ্জের মাথায় উড়ছে ড্রোন , ক্ষুব্ধ সাংসদ দিব্যেন্দু

বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি আশিষ মন্ডল বলেন-” তৃণমূলের দুষ্কৃতী বাহিনী বিজেপির কার্যকর্তাদের উপর একাধিক বার বোমা মেরে আক্রমণ করছে। সেই কারনে এইভাবে একাধিক জায়গায় বোম সঞ্চয় করে রাখছে। তৃণমূল পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করলেও বাকচাকে বিজেপিমুক্ত করতে না পারলে বোধহয় রাজনৈতিক পরিপক্কতা বা পরিপূর্ণতা প্রাপ্ত হবেনা। তাই ময়না বিধানসভার বাকচাতে এইভাবে একাধিক বার তৃণমূল নেতার বাড়িতে এইভাবে বোম পাওয়া যাচ্ছে। পুলিশকে সঙ্গে নিয়ে দুষ্কর্ম করে যাচ্ছে।

Bomb recovered

আরও পড়ুন:- দূষণরোধে দীঘার সৈকতে ঘোড়াদৌড়ে নিষেধাজ্ঞা প্রশাসনের

Bomb recovered
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরে ব্যাঙ্ক জালিয়াতির কবলে পড়ে শিক্ষক খোয়ালেন সাড়ে ৬ লক্ষ ট‍াকা

আরও পড়ুন:- নির্ধারিত দিনে বিকেল পর্যন্ত ভ্যাকসিন না পাওয়ায় ঝাড়গ্রামে পথ অবরোধ ছাত্রীদের

অবিলম্বে বাকচাকে দুষ্কৃতীমুক্ত করতে হবে ও শান্তি ফিরিয়ে দিতে হবে। আমাদের একজন কর্মী মধুসূদন হাইৎ কে বাকচা ভঞ্জপাড়া থেকে তুলে নিয়ে গিয়েছে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী। যদিও বিজেপির এই মন্তব্য কে প্রাধান্য দিতে নারাজ তৃণমূল। তৃণমূলের দাবি বিজেপির কর্মী-সমর্থকেরা এইভাবে দেখে দেখে তৃণমূল নেতাদের বাড়িতে বোম রেখে যাচ্ছে। আসলে তারা কিছু করতে না পেরে অশান্তি লাগানোর চেষ্টা করছে।

আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে বন্দুক ও কার্তুজ উদ্ধার স্থানে তদন্তকারী দল, শুরু রাজনৈতিক চাপানোতর

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Bomb recovered

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.