Home » বিধ্বস্ত দিঘা’কে স্বাভাবিক চেহারায় আনতে মেরামতি শুরু প্রশাসনের

বিধ্বস্ত দিঘা’কে স্বাভাবিক চেহারায় আনতে মেরামতি শুরু প্রশাসনের

by Biplabi Sabyasachi
0 comments

Yaas Repair

আরও পড়ুন ঃবিনপুরে প্রশাসনিক কর্তাদের ভ‍্যাকসিন প্রদান

পত্রিকা প্রতিনিধিঃ এক সময় বাংলার মানুষের অন্যতম প্রিয় এই পর্যটন কেন্দ্র পরিপূর্ন থাকত পর্যটকে, হোটেলে ঘর পাও দুঃসাধ্য ব্যাপার ছিল। তবে গত ২৬ শে মে বুধবার ঘূর্ণিঝড় ‘যশ'(Yass)-এর তান্ডবে মরুভূমি হয়ে গিয়েছে দিঘাসুন্দরী (Digha Sundari)। প্রবল জলোচ্ছ্বাসের কোথাও উপড়ে গিয়েছে কংক্রিটের তৈরি বিস্তীর্ণ সৈকত সরণি (Beach Street)। কোথাও সমুদ্রের ( Sea) বাঁধ রক্ষা করতে যে সব বড়বড় পাথর ফেলা হয়েছিল, তা সবকিছুই জলের তোড়ে চলে এসেছিল রাস্তার উপরে পড়ে লন্ডভন্ড হয়ে পড়েছে পাশাপাশি ভেঙে গিয়েছে একাধিক ঝাউগাছও। আর এই ক্ষয়ক্ষতির পরিস্থিতি খতিয়ে দেখতে গত ,২৮ শে মে শুক্রবার দিঘা (Digha) পরিদর্শনে এসেছিলেন মুখ্যমন্ত্রী ( Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে আজ থেকে বেশ কয়েক বছর আগে পর্যটনে জোর দিতে স্বপ্নসুন্দরী দিঘাকে (Digha) ঢেলে সাজিয়েছিলেন মুখ্যমন্ত্রী ( Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

লন্ডভন্ড দিঘা মেরামতি , নিজস্ব চিত্র

‘যশ’ ( Yass) দাপটে পুরোটাই এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তাই তিনি বলেছিলেন, যত দ্রুত সম্ভব দিঘাকে ( Digha) তার পুরনো চেহারায় ফিরিয়ে আনতে হবে। লক্ষ লক্ষ পর্যটক দিঘার যে সৌন্দর্যের টানে ছুটে আসেন, তা যেন কিছুতেই ম্লান না হয়ে যায় সে দিকে কড়া নজর দিতে হবে। তাই মুখ্যমন্ত্রীর ( Chief Minister) নির্দেশ দেন, দ্রুত সারতে হবে সব কাজ। এ ব্যাপারে কোনও ভাবেই দেরি বরদাস্ত করা হবে না। একই সঙ্গে তিনি বার্তা দিয়েছিলেন, জলে টাকা না ফেলে জলের দাপট রুখতে যত টাকা প্রয়োজন সেটা কাজে লাগাতে হবে। আর সেই দিঘায় সৌন্দর্য্যয়ণ ফিরিয়ে আনার কথা জানান তিনি। আর সেই মতো মুখ্যমন্ত্রীর ( Chief Minister) নির্দেশের পরই দিঘাকে পুরনো চেহারায় ফিরিয়ে আনাতে ক্ষয়ক্ষতি মেরামত করতেই কার্যত কোমর বেঁধে নেমে পড়েছে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ (DSDA)। তাছাড়া যে সমস্ত জায়গায় সৈকত লাগোয়া রাস্তা ভেঙে গিয়েছে, সেগুলোও দ্রুত মেরামত করা হবে বলে জানিয়েছে ডিএসডিএ। ফলে রাজ্যে কার্যত লকডাউনের মাঝেই দিঘাতে যাতে যতটা সম্ভব সৌন্দর্য্য ফিরিয়ে আনা যায় তার ব্যবস্থা চলছে।

নিজস্ব চিত্র

এবিষয়ে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের (DSDA) প্রাক্তন চেয়ারম্যান তথা রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি (Akhil Giri) বলেন, “যশ(Yass) তান্ডবে দিঘা (Digha) সহ একাধিক পর্যটন কেন্দ্রে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে, তার দ্বিগুণ ক্ষতি হয়েছে জলোচ্ছ্বাসের কারণে। তার জেরে লন্ডভন্ড হয়ে পড়েছে দিঘা সহ অন্যান্য পর্যটনকেন্দ্রগুলি। তাই এই ক্ষত সহজে সারানো যাবে না। তবে ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর ( Chief Minister) নির্দেশে দিঘার (Digha) সৌন্দর্য্যয়ণে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গিয়েছে। খুব শ্রীঘ্রই দিঘা (Digha) সহ আন‍্যান‍্য পর্যটন কেন্দ্রগুলি তার পুরোনো ছন্দে ফিরে আসবে বলে জানান তিনি।

তবে এখন কবে আবার বাংলার মানুষের প্রিয় এই পর্যটন কেন্দ্র নিজস্ব পুরোনো ছবি আবার ফিরে পায় তাই দেখার বিষয়। তাছাড়া এই ক্ষয়ক্ষতি সারিয়ে উপকূলের পর্যটন শিল্প কবে ঘুরে দাঁড়াবে সেই প্রশ্নই পাক খাচ্ছে এই শিল্পের সঙ্গে জড়িত কয়েক হাজার মানুষের মনে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Yaas Repair

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.