Home » গিমাগেড়িয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু যুবক-যুবতীর, জখম ৩

গিমাগেড়িয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু যুবক-যুবতীর, জখম ৩

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি: আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের পর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা।তাই পূজার বাজার করে আর বাড়ি ফেরা হলো না যুবক ও যুবতীর। পুজোর আনন্দটাই শেষ হয়ে গেল।কাঁথি দেপাল রাস্তায় গিমাগেডিয়ার কাছে অটো এবং লরির সংঘর্ষে প্রাণ হারালো ২১ বছর বয়সী যুবতী শতাব্দী মাইতি। একই সঙ্গে কাঁথি থানার টাঙ্গুনিয়া গ্রামের ৪৯ বছর বয়সী যুবক আশিস মাইতি রও মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছে আরও তিনজন। আশঙ্কাজনক অবস্থায় একজনকে চিকিৎসার জন্য কলিকাতা পাঠানো হয়েছে।দুজনের চিকিৎসা কাঁথি হাসপাতলে চলছে। Road Accident, Road Accident, EAst Medinipur Road accident, Gimageria Road accidnet

আরো পড়ুন- করোনা আবহে দূর্গাপুজো নিয়ে উচ্চ আদালতের রায় মেনে তৈরী হচ্ছেন উদ্যোক্তারা

ফাইল চিত্র

শতাব্দী মাইতি রামনগর-২ ব্লকের ধাড়াস কাঁদুয়া গ্রামের বাসিন্দা নরেন্দ্রনাথ মাইতি র কন্যা। গতকাল বিকাল 3টা নাগাদ একটি অটো যাত্রী বোঝাই করে কাঁথি থেকে দেপালের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালি বোঝাই লরি অটোর পেছনে ধাক্কা মারে। লরির ধাক্কায় অটোটি উল্টে যায়। তাতে থাকা যাত্রীদের উপরে অটো চেপে যায়। ঘটনার পর স্থানীয় মানুষজন ছুটে এসে গুরুতর আহতদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতলে নিয়ে যায়। সেখানে চিকিৎসক শতাব্দী ও আশীষ কে মৃত বলে ঘোষণা করেন। বাকি আহত তিন ব্যাক্তির চিকিৎসা শুরু করেন।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কাঁথি থানার পুলিশ।

আরো পড়ুন- ঝাড়গ্রামে বিজেপির বিরুদ্ধে পাল্টা প্রতিবাদ সভা তৃণমূলের

দুর্ঘটনাগ্রস্থ অটোকে আটক করে কাঁথি থানায় নিয়ে আসে লরির চালক। পুলিশ শতাব্দী ও আশিসের মৃতদেহ ময়না তদন্তের নির্দেশ নিজে দেন। জানা গেছে শতাব্দী ও আশীষ সহ অটোতে থাকা অধিকাংশ যাত্রী পুজোর বাজার করে বাড়ি ফিরছিলেন।শতাব্দী ও আশিসের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে পরিবারে ও গ্রামে শোকের ছায়া নেমে আসে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.