Home » ১ হাজার কোটি বিনিয়োগে দিঘায় আন্তর্জাতিক ডেটা হাব গড়তে চলছে রিলায়েন্স জিও

১ হাজার কোটি বিনিয়োগে দিঘায় আন্তর্জাতিক ডেটা হাব গড়তে চলছে রিলায়েন্স জিও

by Biplabi Sabyasachi
0 comments

digha cable landing station, realiance jio digha, data hub digha, cable landing station digha, latest bengali news, bengal news , reliance jio, reliance jio, international cable hub

পত্রিকা প্রতিনিধি: গত চার বছরে ব্যপক উন্নতির মুখ দেখেছে বাংলার ছোট, মাঝারি ও ক্ষুদ্র শিল্প।এবার সেই সমস্ত শিল্পকে টপকে আন্তর্জাতিক ডেটা হাব হিসাবে গড়ে ওঠার পথে একধাপ এগোল এরাজ্য। তবে এই প্রথম এ রাজ‍্যের পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘায় ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করে আন্তর্জাতিক মানের কেবিল ল্যান্ডিং স্টেশন তৈরি করছে রিলায়েন্স জিও।যা উচ্চগতির নেট পরিষেবা ও ডেটা ট্রান্সফারের পরিকাঠামো দিতেই এই কেবল ল্যান্ডিং স্টেশন।তবে এটি হবে পূর্ব ভারতের প্রথম ও ভারতের তৃতীয় কেবল ল্যান্ডিং স্টেশন।এর ফলে বাংলায় তথ্য প্রযুক্তি ক্ষেত্রে তৈরি হবে বিপুল বিনিয়োগের সম্ভাবনা। সিঙ্গাপুর, ইটালি এবং মালয়েশিয়ার সঙ্গে সংযোগও তৈরি হবে।
তবে চেন্নাই, মুম্বই এমন সাব স্টেশনের হাত ধরে বহু মূল্যের বিনিয়োগ ও আর্থিক উন্নতির মুখ দেখেছে। তবে এবার নবাংলায় এই প্রথম উচ্চগতির নেট পরিষেবা ও ডেটা ট্রান্সফারের পরিকাঠামো হাব গড়ে ওঠলে বাংলায় বড়ো মাপের সাফল্য পাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

আরও পড়ুন- জেলায় বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি, শুধুমাত্র করোনা জয়ীদের জন্য

ফাইল চিত্র

গত বুধবার নবান্নের এক বৈঠকে সেই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি সাংবাদিক বৈঠকে জানান, “দিঘায় এই ডেটা সেন্টার হলে তা উত্তর-পূর্ব ভারতের সমস্ত সাইবার কোম্পানির জন‍্য খুবই সহায়ক হবে।” এর জন্য ‘ওয়েস্টবেঙ্গল স্টেট ব্রডব্যান্ড পলিসি ২০২০’ ঠিক করা হবে ।তাছাড়া এই দিঘায় এই হাব গড়ে উঠলে ১ হাজার কোটি টাকার বেশি খরচ করে পরিকাঠামো তৈরি হবে। বিপুল কর্মসংস্থানের সুযোগ রয়েছে এই প্রকল্পে।

উল্লেখ্য, করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন চালু হতেই ব্যাপক ইন্টারনেট নির্ভরতার সময়েও লক্ষ লক্ষ গ্রাহক হারিয়েছে এয়ারটেল ও ভোডাফোন। এবার দুই বড় টেলিকম সংস্থাই করোনার ধাক্কায় কাবু।আর সেই সময়ে গ্রাহক বেড়েছে জিও’র। ফলে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই বুধবার যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে এয়ারটেল, ভোডাফোনের করুণ অবস্থা হলেও মে মাসে ৩৭ লক্ষের বেশি নতুন গ্রাহক পেয়েছে জিও। যেখানে শুধু মে মাসেই ভোডাফোন ও এয়ারটেল প্রায় ৪৭ লক্ষ করে গ্রাহক হারিয়েছে। লকডাউনের মধ্যে ধুঁকতে থাকা রাষ্ট্রায়াত্ব টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল কিছুটা হলেও লাভবান হয়েছে। মে মাসে মোট ২ লক্ষ ১ হাজার ৫৯৩ জন নতুন গ্রাহক পেয়েছে সংস্থা।

তবে পশ্চিমবঙ্গে এই প্রথম দীঘাতেই তৈরি হচ্ছে কেবল ল্যান্ডিং স্টেশন। যা আজকের যুগে নেট পরিষেবা অত্যন্ত জরুরি বলে মনে বিশেষজ্ঞরা। তবে সমুদ্রের গভীরে জমিতে কেবল ল্যান্ডিং স্টেশন তৈরি হয়। ভারতে ১৫টি ল্যান্ডিং স্টেশন রয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলো পশ্চিমবঙ্গের নাম। কেবল ল্যান্ডিং স্টেশন ছাড়া দ্রুতগতির নেট পরিষেবা সম্ভব নয়। আন্তর্জাতিক কেবলকে স্থানীয় কেবল এর সঙ্গে যুক্ত করে বিভিন্ন ধরনের কেবলকে চার্জ করে। সমুদ্রের গভীরে থাকা কেবল ট্রানস্ফার পয়েন্ট হিসেবে কাজ করে। আগামী কয়েক বছর বেশ কয়েকটি শহরকে ডেটা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাইছে রাজ্য সরকার। দীঘায় ল্যান্ডিং স্টেশন তৈরি হলে গোটা পূর্ব ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ইন্টারনেটের স্পিড বাড়বে।দীঘায় ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করে কেবল ল্যান্ডিং স্টেশন ও আন্তর্জাতিক ডেটা হাব তৈরি করতে চলেছে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও।তবে ভবিষ্যতে রিলায়েন্স জিও এরাজ‍্যের আন্তর্জাতিক ডেটা হাব গড়ার পরিকল্পনায় খুশি এরাজ‍্যবাসী।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.