Home » “ভূতের মুখে রাম নাম ,শুভেন্দুর মুখে কৃষ্ণনাম”,  টিপ্পনি তৃণমূল নেতৃত্বের

“ভূতের মুখে রাম নাম ,শুভেন্দুর মুখে কৃষ্ণনাম”,  টিপ্পনি তৃণমূল নেতৃত্বের

by Biplabi Sabyasachi
0 comments

Shuvendu Adhikari

আরও পড়ুন ঃ এবার হাতির দলের হানা অনুকুল ঠাকুরের আশ্রমে, ঝাড়গ্রামের জামবনির ঘটনায় চাঞ্চল্য

আরও পড়ুন ঃ আজকের রাশিফল – ১৫ আগষ্ট ২০২১, বাঃ – ২৯ শ্রাবণ ১৪২৮

পত্রিকা প্রতিনিধি: তৃণমূলের(TMC) মন্ত্রী থাকাকালীন একাধিকবার গলায় খোল ঝুলিয়ে কীর্তন করতে দেখা গিয়েছে তাঁকে।  গেরুয়া বসন পরে আরতিও করেছেন। এবার বিরোধী দলনেতার মুখে শোনা গেল কৃষ্ণনাম! সকলের মঙ্গল কামনায় জানকীনাথ মন্দিরেও পুজো দিলেন তিনি। তিনি নন্দীগ্রামের(Nandigram) বিজেপি(BJP) বিধায়ক শুভেন্দু অধিকারী(Suvendu Adhikary)৷ স্বভাবতই, তৃণমূল(TMC) শিবির থেকে ভেসে এসেছে জোর টিপ্পনি৷ কেউ বলছেন, ‘ভূতের মুখে রাম নাম!’ কেউ বা আরও একধাপ এগিয়ে বলেছেন, ‘‘ভড়ং কিভাবে করতে হয়, তা সত্যি শিখতে হবে বেইমানটার কাছ থেকে!’’ শনিবার সকালে নিজের বিধানসভা কেন্দ্রে হাজির হন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিধায়ক শুভেন্দু অধিকারী। এদিন ব্রাহ্মণ প্রতিনিধিদের সেবা কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি।

আরও পড়ুন ঃ কাগজ কুড়িয়ে চলে সংসার! মেদিনীপুর শহরে সন্তান বিক্রীর অভিযোগ মায়ের বিরুদ্ধে

Rich results in Google SERP when searching for "Shuvendu Adhikari"
নিজস্ব চিত্র

আরও পড়ুন ঃ সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু, পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ঘটনায় চাঞ্চল্য

আরও পড়ুন ঃ আকালের বাজারেও অফ-ক্যাম্পাসিংয়ে রেকর্ড চাকরি মেদিনীপুর কলেজে

Shuvendu Adhikari

সেখানে একশোর বেশি ব্রাহ্মণের হাতে গীতা, শঙ্খ সহ বিভিন্ন সামগ্রী তুলে দেন শুভেন্দু। এরপরে নিজের বক্তব্যের শেষে খালি গলাতেই কৃষ্ণনাম জপ করতে শুরু করেন শুভেন্দু। গেয়ে ওঠেন, ‘‘শ্রী কৃষ্ণ চৈতন্য, প্রভু নিত্যানন্দ….’’এরপরই তৃণমূল শিবির থেকে ভেসে এসেছে জোর কটাক্ষ৷ নন্দীগ্রাম জমি আন্দোলনের অন্যতম ছায়া সঙ্গী তথা দাপুটে তৃণমূল নেতা আবু তাহের বলেন, ‘‘ভূতের মুখে রাম নাম! বেইমানের কোনও জাত হয় নাকি!’’ আরও এক ধাপ এগিয়ে জনি আন্দোলনের অপর নেতা সেখ সুফিয়ান বলেছেন, ‘‘ভড়ং কিভাবে করতে হয়, তা সত্যিই শিখতে হবে শুভেন্দুর কাছ থেকে৷’’ একই সঙ্গে তিনি বলেন, ‘‘তবে ঠিকই আছে৷ এবার ওর হরিনাম জপ করার সময় ঘনিয়ে আসছে৷ তাই কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে হাঁটাচলা করতে হচ্ছে৷’’ যদিও এবিষয়ে পাল্টা কোনও প্রতিক্রিয়া মেলেনি শুভেন্দুর৷

আরও পড়ুন ঃ সরকারী সংস্থা বেসরকারীকরণ ও NRC চালুর প্রতিবাদে পশ্চিম মেদিনীপুর জেলায় বিক্ষোভ

Advertisement

আরও পড়ুন ঃ দিঘার সমুদ্রের জলের রং পরিবর্তনে আতঙ্কিত পর্যটকেরা

আরও পড়ুন ঃ পূর্ব মেদিনীপুরে পুলিশের চার সাব-ইন্সপেক্টরকে বদলি করা হল উত্তরবঙ্গে

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Shuvendu Adhikari

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.