Home » করোনা রুখতে দীঘায় পুলিশের মাইকিং প্রচার

করোনা রুখতে দীঘায় পুলিশের মাইকিং প্রচার

by Biplabi Sabyasachi
0 comments

Covid announcement

আরও পড়ুন ঃহলদিয়ায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু মা ও শিশুর

পত্রিকা প্রতিনিধি: গোটা দেশের সাথে পাল্লা দিয়ে রাজ্যেও বেড়ে চলেছে করোনা সংক্রমণ। তবে মহারাষ্ট্র থেকে পশ্চিমবঙ্গ— করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে এই নতুন রূপ। এই ভয়াবহ মহামারী করো-না থেকে বাঁচতে প্রত্যেক মানুষের সচেতন হওয়া এবং কিছু অত্যাবশ্যকীয় সচেতনতা বিধি মেনে চলা। দেশ তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে দিকে দিকে বেড়ে চলেছে করো-না সংক্রমন। এই পরিস্থিতিতে দীঘা সহ অন্যান্য পর্যটন কেন্দ্রেল হোটেলগুলিতে কোনরকম অনুষ্ঠানের আয়োজন না করা হয় সেদিকেও নজরদিতে বলা হয় হোটেল কর্তৃপক্ষকে। তাছাড়া হোটেলে কোন পর্যটক এলে তাঁদের হাত ধোয়ার ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়। এমনকি হোটেলে আসা পর্যটকদের কোনরকম লক্ষণ নজরে পড়লেই স্বাস্থ্য দপ্তরকে জানানোর কথা বলা হয়। 

পাশাপাশি পর্যটক থেকে ব্যাবসায়ীদের সচেতন করার লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এবং দীঘা থানার পক্ষ থেকে দীঘা সমুদ্র সৈকত, উড়িষ্যা বর্ডার সহ দীঘা স্টেশন জুড়ে মাইকিং প্রচার ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তাছাড়া দীঘা – ওড়িশা বর্ডারেও চলছে পুলিশের নাকা-চেকিং ও সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়েছে। যে সমস্ত পর্যটক ভিন রাজ্য থেকে বা বিদেশ থেকে আসছেন তাঁরা কোনওভাবে করোনা ভাইরাসে সংক্রমিত কিনা সেটা পরীক্ষা করার জন্য স্বাস্থ্যদপ্তরের প্রতিনিধি দল ক্যাম্প করেছে সীমান্তে। পাশাপাশি দিঘা স্টেশনেও নজরদারির ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। 

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Covid announcement

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.