Opposition leader Suvendu Adhikari is going to get Z + class security.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : আবারও নিরাপত্তা বাড়তে চলেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। দেশের সর্বোচ্চ স্তরের জেড প্লাস শ্রেণির নিরাপত্তা পেতে চলেছেন তিনি। বর্তমানে কেন্দ্রের জেড শ্রেণির নিরাপত্তা পান শুভেন্দু। ১০ এপ্রিল থেকে শুভেন্দুর নিরাপত্তা বাড়বে বলে জানা যাচ্ছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এতদিন জেড শ্রেণির নিরাপত্তা দিত কেন্দ্র। কিন্তু সাম্প্রতিক ঘটনাক্রমে তাঁর নিরাপত্তা আরও বাড়ানোর দরকার বলে মনে করছে স্বরাষ্ট্র মন্ত্রক।
আরও পড়ুন:- বেলদা এলাকায় খুলে গেল পেছনের তিনটি বগি, বড়সড় দুর্ঘটনা এড়াল ফলকনামা এক্সপ্রেস
আরও পড়ুন:- মেদিনীপুর সদরে স্কুলের প্রার্থনা লাইন থেকে আগুন নেভাতে দৌড় ছাত্রদের, কুর্নিশ বন দফতরের
শুভেন্দুর ওপর একের পর এক হামলা ও পর পর জনপ্রতিনিধি খুনে ঝুঁকি নিতে নারাজ কেন্দ্র। তাই তারা শুভেন্দুবাবুর নিরাপত্তা আরও মজবুত করানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, এপ্রিল মাস থেকে জেড প্লাস ক্যাটেগরির সুরক্ষা পাবেন শুভেন্দু অধিকারী। এতদিন তিনি পেতেন জেড ক্যাটেগরির নিরাপত্তা। কারণ হিসেবে বলা হচ্ছে, সম্প্রতি প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়ছেন বিরোধী দলনেতা। কর্মসূচি পালনে বাধা দেওয়া হচ্ছে। কলকাতা হোক বা নিজের জেলা পূর্ব মেদিনীপুর।
Suvendu Adhikari
সর্বত্র বিক্ষোভের মুখে পড়ছেন তিনি। এই কারণেই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে তাঁর নিরাপত্তা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সূত্রের খবর এমনটাই। এটা ঘটনা, সাংসদ থাকাকালীনও শুভেন্দু নিরাপত্তা পেতেন। বিজেপিতে যোগ দেওয়ার পর কেন্দ্রের তরফে তাঁকে নিরাপত্তা দেওয়া হয়েছিল। এখন তিনি জেড ক্যাটেগরির নিরাপত্তা পান। রয়েছে ৭ কনভয়। তা বাড়ানো হচ্ছে। সূত্রের খবর, ১০ এপ্রিল থেকে জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পাবেন রাজ্যের বিরোধী দলনেতা।
আরও পড়ুন:- রামপুরহাট কাণ্ডের পর পশ্চিম মেদিনীপুরের কেশপুরে নজর পুলিশের, উদ্ধার ৬৮ টি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Suvendu Adhikari
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore